জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করতে তেল সমৃদ্ধ সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল।
বৃহস্পতিবার সৌদি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, তার দেশ তেলের বাজার ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান খেলোয়াড় এবং রিয়াদ ও ঢাকা বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে।
সৌদি আরব বাংলাদেশকে একটি ‘শীর্ষ অগ্রাধিকারের দেশ’ হিসেবে দেখে এবং এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনায় আগ্রহী।
সৌদি রাষ্ট্রদূত বলেন, শিগগিরই সফরে আসা প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বিনিয়োগের বিষয়েও আলোচনা করবে।
দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের চিঠির জবাবে বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রিয়াদে ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন: ইসরায়েলি ফ্লাইটে সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত
এই সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা সব সময় পূর্ণ সংহতি পাই।’
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজন করছে এবং সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থন দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সৌদি বাদশাহকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতির চিঠির মূল প্রতিলিপি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কাছে হস্তান্তর করেছেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এই চিঠি হস্তান্তর করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তার দেশের সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ক আরও গভীর করার আগ্রহ দেখান।
দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে।