জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ফেরি চলাচল শুক্রবার বেলা ৩টায় বন্ধ করে দেয়ার কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এজিএম শাহ মো. বরকতউল্লাহ।
তিনি বলেন, সকাল থেকে ফেরি চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তবে বাতাসের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় বেলা ৩টার দিকে তা বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় সকাল থেকে ফেরি দিয়ে মানুষ পার করতে হচ্ছিল। যানবাহন পার করা হয়েছে খুবই কম।
নদীতে ৪ নম্বর সতর্ক সংকেত থাকায় নিরাপত্তার জন্যই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার রাত থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে স্পিডবোট, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, মুন্সিগঞ্জে ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘূর্ণিঝড় মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে।
চরাঞ্চলের পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।
জেলার আটটি আশ্রয়কেন্দ্রের সবগুলো খোলা রাখাসহ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে, যার নম্বর ০২-৭৬১১১০৮।