লক্ষ্মীপুর: রামগঞ্জে কেন্দ্র দখলকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতায় তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
দুপুরে উপজেলার পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় রামগঞ্জ-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয়।
ঘটনার পর আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: পৌর নির্বাচন: পঞ্চম দফার জন্য আ’লীগের প্রার্থী চূড়ান্ত
পৌর নির্বাচন: সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত
স্থানীয়রা জানায়, পৌর ৬ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তার দলবল নিয়ে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে আসে। এ সময় তারা প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ আকন্দের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আনোয়ারের অনুসারীরা এলোপাতাড়ি গুলি ও মারধর শুরু করলে আলমগীর, কামাল হোসেন ও জামসেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরও ২০ জন।
খবর পেয়ে বিপুল সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও এলোপাতাড়ি লাঠি চার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চট্টগ্রাম পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।’
বগুড়া: নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলালকে আটক ও ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।
দুপুর ১টার দিকে নন্দীগ্রাম হাজী ওয়াজেদ আলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওসমান গনির নেতৃত্বে নৌকা মার্কার কর্মী সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল দেয়া শুরু করে। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে মনসুর আলী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ওসমান গনিকে আটক করা হয়।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীতে ভোটের মাঠে উৎসবের আমেজ
তৃতীয় পর্যায়ে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি
হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুকুল ইসলাম বলেন, ‘জোর করে নৌকা মার্কায় সিল দেয়া ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।’
এদিকে, শিবগঞ্জে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, সমর্থকদের মারপিট ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মতিয়ার রহমান মতিন। বেলা সাড়ে ১১টার দিকে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, পৌর সভার বেড়াবালা, গরীবপুর, দহিলা, শব্দলদিঘীসহ প্রায় সবগুলো কেন্দ্রে আওয়ামী লীগ ক্যাডাররা ভোটারদের মারপিট, এজেন্টদের বের করে দেয়াসহ জাল ভোট দিয়েছেন।
মুন্সিগঞ্জ: নৌকার ব্যালটে সিল মারার সময় প্রতিবাদ না করায় মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইমরান আলী ও পোলিং আফিসার মজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়।
সহকারী রিটার্নিং অফিসার বদরুদ্দৌজা ভূইয়া জানান, তারা ব্যালট পেপার রক্ষা করতে পারেননি। তাদের উপস্থিতিতেই নৌকার ব্যালটে সিল মারা হচ্ছিল। তাই তাদের প্রত্যাহার করে নতুন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্ত দুই কর্মকর্তাকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মানিকপুর এলাকায় আকস্মিক দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে বিশৃঙ্খলার দায়ে এক যুবককে আটক করে পুলিশ। আর বেলা সাড়ে ১১টার দিকে ইদ্রাকপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিঠু নামে এক যুবক আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সেই সাথে অর্নিবাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে আশিক নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
নওগাঁ: দুপুর ১টার দিকে আওয়ামী লীগের কর্মীরা শহরের নওগাঁ ডিগ্রি সরকারি কলেজে ঢুকে জোর করে ব্যালটে সিল মারতে শুরু করেন। এ সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হন এসএ টিভির স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ সীমান্ত, নওগাঁ প্রতিনিধি তৌহিদুল ইসলাম ও ক্যামেরা পার্সন শহিদুজ্জামান। এ সময় এসএ টিভির ক্যামেরা ভাঙচুর করেন আওয়ামী লীগ কর্মীরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘পৌরসভার ৪১ কেন্দ্রের মধ্যে দুই-তিনটি কেন্দ্রে দুপুরের দিকে গোলযোগ করার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতও করা হয়নি।’
টাঙ্গাইল: শহরের কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
সাকরাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে তিনজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহরের স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলাকা থেকে রাফিক নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
অন্যদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে মধুপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল লতিফ পান্না ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। মধুপুরের চাড়ালজানি কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।