শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন মাহমুদ সংসদে বিলটি উত্থাপন করার পর যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: আয়োডিনযুক্ত লবণ আইন মন্ত্রিসভায় অনুমোদন
প্রস্তাবিত আইনে শিল্প সচিবকে চেয়ারম্যান করে ১৪ সদস্যেরে একটি জাতীয় লবণ কমিটি গঠন করা হবে। এই কমিটি লবণের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের তদারকি, লবণে আয়োডিন নিশ্চিতকরণের কাজ করবে।
সেই সাথে আয়োডিন যুক্ত লবণ সরবরাহ করতে লবণের কারখানা, লবণের আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি লবণ পরিচালনা নীতিমালার ওপর সুপারিশ করবেন তারা।
এছাড়াও লবণে আয়োডিনের নির্ধারিত পরিমাণ নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক সেল থাকবে।
আরও পড়ুন: কোরবানির চামড়া সংরক্ষণে লবণের কোনো ঘাটতি নেই: বিসিক
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিতের উদ্যোগ বিসিকের
যদি কেউ গ্রাহক পর্যায়ে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সঞ্চয়, আমদানি, লবণের সরবরাহ বা লবণের কারখানা স্থাপন করতে চায় তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রস্তাবিত আইনের আওতায় নিবন্ধন করতে হবে।
নিবন্ধন ছাড়া কেউ লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি, লবণের কারখানা পরিচালনা করে বা লবণের যথাযথ মান বজায় না রাখে, তবে সেই ব্যক্তিকে এক থেকে তিন বছরের কারাদণ্ড বা ৫০,০০০ থেকে ১৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
আইন লঙ্ঘনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে।