সংসদ ভবন, ০৯ জুলাই (ইউএনবি)- উচ্চ শিক্ষার সম্প্রসারণ, মেডিকেল শিক্ষা গবেষণা ও চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০১৮’ সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বিলটি উত্থাপন করেন।
সংসদ বিলটি যাচাই-বাছাই কমিটির নিকট স্থানান্তর করেছে এবং ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ বিলটি দিতে বলা হয়েছে।
প্রতি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি পরিকল্পনা মোতাবেক এই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে বলা হয়, প্রস্তাবিত এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
এছাড়া প্রস্তাবিত আইন অনুযায়ী, সিলেট বিভাগের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।