তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।
দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘অনেক ট্রেন পথিমধ্যে চলমান অবস্থায় আছে। ট্রেনগুলো ঢাকায় এসে আবার তাদের নির্ধারিত ছাড়ার প্রান্তে চলে যাবে। তবে সন্ধ্যার পর থেকে শিডিউল অনুযাযী কোনো ট্রেন চলবে না।’
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার এক সিদ্ধান্তে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সেই সাথে জেলা প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে মাঠে নামানো হয় সশস্ত্র বাহিনী। তারা উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভাগীয় ও জেলা শহরে মোতায়েন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনাভাইরাস রোধের উদ্যোগগুলো জোরদারে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে ৩৯ জন আক্রান্ত এবং চারজন মারা গেছেন।