রাজধানীর ধানমন্ডিতে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র আয়োজিত জীবাণুনাশক স্প্রে কার্যক্রম কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশের প্রতিটি নাগরিককে বাড়িতে অবস্থান করে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করুন। বাড়িতে অবস্থান করুন, পরিচ্ছন্ন থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
এসময় জরুরি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলে তিনি মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরার আহ্বান জানান তিনি।
সকল বেসরকারি সংগঠন, এনজিওকে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেল থেকে আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।
এসময় তিনি বলেন, আইনশৃ্ঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। চুরি, ডাকাতি হবে না।
বাংলাদেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসের রোগী শনাক্তের কথা শুক্রবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনই চিকিৎসক। দেশে এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।
এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩১ হাজার ৮০৬ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৭৯১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।