পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করে বিদায়ী আইজিপি বলেন, নিয়োগ পাওয়ার পর পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি এ তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া বেনজীর আহমেদ ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা বেনজীর আহমেদকে সরকার গত ৭ এপ্রিল আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে।
ভিডিও কনফারেন্সে ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমার ৩৫ বছরের কর্মজীবনে পুলিশ বাহিনীকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করেছি।’
সরকার পুলিশে চাকরির মেয়াদ শেষে জাবেদ পাটোয়ারীকে ১৫ এপ্রিল থেকে চুক্তি ভিত্তিক তিন বছরের জন্য সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর তার মূল উদ্দেশ্য ছিল পুলিশের ভাবমূর্তি তৈরি করা। ‘তাই, শুরু থেকেই আমি পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’
জাবেদ পাটোয়ারী বলেন, এখন জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে পুলিশে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি যোগ্যতার ভিত্তিতেই হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মানুষের আস্থার জায়গাটি মজবুত হয়েছে- গত দুই বছরে ৯৯৯ নম্বরে ফোন এসেছে প্রায় দুই কোটি। যার মধ্যে ৫৮ হাজারটি ফোনকলের বিপরীতে বিভিন্ন সেবা দেয়া হয়েছে।’
নতুন আইজিপির কাছে কেমন প্রত্যাশা করছেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমি যেখানে শেষ করেছি, বেনজীর আহমেদ সেখান থেকে শুরু করবেন। এটা ছাড়াও তার একটি পরিকল্পনা আছে এবং তিনি তার মেধা, দক্ষতা দিয়ে পুলিশকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।’