জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) নির্ধারিত দিনে হাজির করার পর মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।
আরও পড়ুন: নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির
এর আগে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে ১৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এবিএম ফজলে করীম চৌধুরীর নির্দেশে করা হামলায় চট্টগ্রামের রাউজানসহ বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার ঘটনা ঘটেছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।
গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় ফজলে করিম চৌধুরীকে।