ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ১ ফেব্রুয়ারি যাওয়ায় ভোটগ্রহণের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ২২ ডিসেম্বর যে তফসিল ঘোষণা করেন তাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু একই দিনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় ব্যাপক সমালোচনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়ায় নির্বাচন কমিশন শনিবার এক জরুরি বৈঠক করে সিটি নির্বাচনের ভোটগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করে।
এ বছর ৯টি সাধারণ বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন। পরীক্ষা হবে মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে। এছাড়া, বিদেশে ৮ কেন্দ্রে ৩৪২ পরীক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে ছাত্র ১৮৬ এবং ছাত্রী ১৫৬ জন।