সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সদর উপজেলার টুকেরবাজার নৌপুলিশের অভিযানে বালু ও পাথর বোঝাই স্টিল বডির নৌকা জব্দ এবং দুই জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে নৌপুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তি নদীর আবুয়ার মুখে অভিযান চালিয়ে নৌকা জব্দ ও তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী অনন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে যুবরাজ ও আবিনুর মিয়ার ছেলে আক্তার হোসেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১
স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, এসআই পরিমল চন্দ্র মল্লিকের নিকট খবর আসে যে একটি চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে যাদুকাটা নদীতে বালু ও পাথর উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকা জব্দ ও তাদের আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে পরিমল চন্দ্র মল্লিক জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবেন তাদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন