রাজবাড়ী সদর উপজেলায় সেচ পাম্পের মোটর চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ মে) বিকালে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল (শুক্রবার) চুরির অভিযোগে সালিশের নামে ডেকে এনে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশ রাতেই হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আজ (শনিবার) সকালে সেটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রুপল শেখ রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতরাতেই চারজনকে আটক করে। পরে আজ ভোরে নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে এজাহারভুক্ত দশজন এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: গাছের ডাল কাটায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
গ্রেপ্তাররা হলেন— জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজুদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ি থেকে একটি সেচ পাম্পের মোটর চুরি হয়। এতে শাহিনকে সন্দেহ করে শুক্রবার সন্ধ্যায় তাকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আটক রেখে জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে অন্যান্য আসামিরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।