ঢাকা, ০৬ সেপ্টেম্বর (ইউএনবি)- অবৈধভাবে প্রায় ৪১ কোটি টাকার সম্পদ রাখার অভিযোগে আলোচিত সোনা চোরাচালানকারী শেখ মোহাম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের এক সিনিয়র কর্মকর্তা টেলিফোনে এ তথ্য ইউএনবিকে নিশ্চিত করেন।
গত বছরের ১৩ নভেম্বর দুদকের উপ পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা জালাল উদ্দিন আহাম্মদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ওই কর্মকর্তা জানান, ‘দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আসামি শেখ মোহাম্মদ আলী প্রায় ৩১ কোটি স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। কিন্তু দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায় তার সম্পদের পরিমাণ প্রায় ৭২ কোটি টাকার। অর্থাৎ তিনি প্রায় ৪১ কোটির টাকার সম্পদের বিবরণী গোপন করেছেন।’
দুর্নীতি দমন কমিশন ২০১৬ সালের ১২ জুলাই আসামি শেখ মোহাম্মদ আলীর নামে সম্পদ বিবরণী নোটিশ জারির আদেশ প্রদান করে।
ওই বছরের ৩১ আগস্ট তিনি প্রায় ৩১ কোটি টাকার সম্পদের বিবরণী দুদকে দাখিল করেন।