বুধবার ‘মাসব্যপী ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ২০১৮’ পালন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে (বাংলামটর মোড়, রুপসী বাংলা ক্রসিং ও শাহবাগ মোড়) রেড ক্রিসেন্টের ২৬ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্বপালন শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি পুলিশ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্চাসেবক বিভাগের পরিচালক এস এম আহম্মেদ জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ট্রাফিক আইন প্রয়োগ ও রাস্তা পারাপার বিষয়ে পথচারীদের মাঝে ট্রাফিক সচেতনতা বাড়াতে কাজ করছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, শুধু রাজধানীতে নয়, নিরাপদ সড়কের জন্য সারাদেশের স্কুল-কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং এর জন্য সংকেত অংকনসহ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
উল্লেখ্য, ৫ থেকে ৩০ সেপ্টেম্বর ‘মাসব্যপী ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ২০১৮’ উপলক্ষে ঢাকা মহানগরী এলাকায় ট্রাফিক আইনে বিদ্যমান বিভিন্ন ধারা অনুযায়ী রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন, ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী যানবাহন এবং চালকের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।