ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার বলেছেন, ১৩ অক্টোবর থেকে নতুন দুটি রুটে নগর পরিবহনের বাস চলাচল করবে।
ফজলে নূর তাপসের সভাপতিত্বে নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভাসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র এ তথ্য জানান।
দুটি নতুন রুটের নম্বর হবে ২২ এবং ২৬।
আরও পড়ুন: সুষ্ঠু ব্যবস্থাপনায় ঢাকা শহরকে সময়সূচির মধ্যে আনতেই হবে: মেয়র তাপস
২২নং রুট চলবে ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর টাউনহল-কাওরান বাজার-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলী-সায়েদাবাদ- যাত্রাবাড়ী- কোনাপাড়া-ডেমরা স্টাফ কোয়ার্টার।
২৬নং রুট চলবে ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট- আজিমপুর- পলাশী-চাঁনখার পুল-ফ্লাইওভার হয়ে-পোস্তগোলা কদমতলী পর্যন্ত।