উত্তর মেসডোনিয়া কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ সীমান্তে গ্রিসের লাগোয়া অঞ্চলে ট্রাকের ভেতর থেকে ১৪৪ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে।
সেদেশের পুলিশ ওই অঞ্চলটিতে তাদের নিয়মিত অভিযান চলাকালে সোমবার মধ্যরাতের দিকে গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি থামায় এবং ১৪৪ বাংলাদেশি ও পাকিস্তানের ৬৭ জন অভিবাসীকে উদ্ধার করে। সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৬৩ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েও রয়েছে।
এসময় পুলিশ ২৭ বছর বয়সী মেসডোনিয়ান নাগরিক ট্রাক চালককেও গ্রেপ্তার করেছে।
অভিবাসীদের গ্রিসে পাঠানোর জন্য ট্রানজিট সেন্টার হিসেবে গেভজেলিজার একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছিল।
করোনাভাইরাস মহামারির কারণে উত্তর মেসডোনিয়ার সাথে গ্রীক সীমানা এ বছরের শুরুতে বন্ধ করে দেয়া হয়। তবে মানবপাচারের সংস্থাগুলো এ অঞ্চলে সক্রিয় রয়েছে। তুরস্ক থেকে গ্রিসে পাড়ি জমানোর জন্য এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশগুলোতে তাদের নিয়ে যাওয়া হয়।