গ্রিস
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে গ্রিসের রাজধানী এথেন্সে 'আওয়ার ওশান কনফারেন্স’র নবম আসরে যোগদানের ফাঁকে তারা এই বৈঠক করেন।
এথেন্সের ক্যালিথিয়ায় স্টাভরোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে আওয়ার ওশান কনফারেন্সের নবম আসরটি অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য এবং বিকল্প বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা।
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রীরা।
আরও পড়ুন: এমভি আব্দুল্লাহর নাবিকরা ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবেন: নৌপ্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হাছান গ্রিক পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করেন।
গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে।
ড. হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিক ব্যবসায়ীদের উৎসাহ দিতে আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে ১০ হাজারের বেশি বাংলাদেশির বসবাস করার বৈধতা দেওয়ার জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ষষ্ঠ সামিটের প্রত্যাশা তুলে ধরলেন বিমসটেক মহাসচিব
৮ মাস আগে
জলবায়ু পরিবর্তন কী গণতন্ত্রের জন্য হুমকি?
জলবায়ু পরিবর্তনজনিত অস্থিতিশীলতা ভবিষ্যতে গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে, যদিও প্রতিনিধিত্বমূলক সরকারগুলো সমাধান প্রদানের জন্য সর্বোত্তম সজ্জিত - বার্ষিক সম্মেলনে একত্রিত বিশেষজ্ঞরা এমনটাই যুক্তি দিয়েছেন।
জাতিসংঘ সমর্থিত অ্যাথেন্স ডেমোক্রেসি ফোরাম শুক্রবার গ্রিসের রাজধানীতে শেষ হয়েছে। এই ফোরামে ক্রমবর্ধমান তাপমাত্রা ও চরম আবহাওয়া গণতান্ত্রিক স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে সে দিকে মনোনিবেশ করা হয়।
প্রিন্সটন ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী মাইকেল ওপেনহাইমার সতর্ক করে দিয়ে বলেন, বৈশ্বিক কর্তৃপক্ষ আবহাওয়াজনিত বারংবার দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি রক্ষণাবেক্ষণে খুব ধীর গতিতে কাজ করছে।
ভূবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং প্রিন্সটনের সেন্টার ফর পলিসি রিসার্চ অন এনার্জি অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের পরিচালক ওপেনহাইমার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পুনরুদ্ধারের ব্যবধান সংকুচিত হচ্ছে।
আরও পড়ুন: ভারতের বিশাল কৌশলগত গুরুত্বের তুলনায় কানাডার স্বার্থ ফিকে: বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি
তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে সরকারগুলো যে পরিষেবা সরবরাহ করে এবং অন্যতম প্রধান পরিষেবাগুলোর মধ্যে একটি হলো জীবন ও অঙ্গ-প্রত্যঙ্গের সুরক্ষা যেভাবে হওয়া উচিৎ সেভাবে ঘটছে না। এবং আমার মতে, এটি গণতন্ত্রের ওপর ঘটতে যাওয়া আরেকটি চাপ।’
৩ দিনব্যাপী অ্যাথেন্স ইভেন্টটিতে শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের পাশাপাশি রাজনীতিবিদ ও কমিউনিটি প্রকল্প পরিচালকরা একত্রিত হয়েছিলেন এবং এটি এমন সময় অনুষ্ঠিত হয় যখন দেশটি সবচেয়ে খারাপ দাবানলের শিকার হওয়ার কয়েক সপ্তাহ পরে নধ্য গ্রিসে ব্যাপক বন্যা মোকাবিলায় জাতীয় কর্তৃপক্ষ লড়াই করেছে।
ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা ও বিশ্বের কিছু অংশে অভিবাসনের ত্বরান্বিত হওয়ার কারণে উদ্বেগ অব্যাহত রয়েছে, আগামী দশকগুলোতে সরকারগুলো ক্রমবর্ধমান দুর্লভ সম্পদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ও নাগরিক অস্থিরতা মোকাবিলায় আরও স্বৈরাচারী হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের অংশ নিউ আমেরিকা পলিটিক্যাল রিফর্ম প্রোগ্রামের ফেলো অ্যান ফ্লোরিনি বলেন, দীর্ঘমেয়াদে এটি একটি খারাপ ধারণা হবে।
আরও পড়ুন: স্বাধীন ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিকের আহ্বান ভারত ও যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের
তিনি বলেন, ‘স্বৈরতন্ত্র জলবায়ু জরুরি অবস্থার সবচেয়ে খারাপ সম্ভাব্য প্রতিক্রিয়া, কারণ আপনার যা প্রয়োজন তা হলো প্রচুর স্থানীয় ক্ষমতায়ন।’
ফ্লোরিনি বলেন, ‘তারা একটি বড় সৌর বিদ্যুৎ শিল্প গড়ে তুলতে খুব ভালো হতে পারে… কিন্তু একটি স্বৈরতন্ত্রের আগামী কয়েক প্রজন্মের জন্য জলবায়ু জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তথ্য ব্যবস্থা ও নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা থাকতে চলেছে এই ধারণাটি আমার কাছে স্বতঃস্ফূর্তভাবে হাস্যকর।’
তিনি জোর দেব, কেবলমাত্র উন্মুক্ত সমাজগুলো তাদের সুদূরপ্রসারী পরিবেশগত প্রভাবের কারণে প্রয়োজনীয় শক্তি, কৃষি ও পানি ব্যবস্থায় পদ্ধতিগত রূপান্তরকে উৎসাহিত করতে পারে।
সুইডেনের উপসালা ইউনিভার্সিটির আর্থ সায়েন্সেস বিভাগের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল লিন্ডভাল বলেন, গণতান্ত্রিক সরকারগুলোকে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সুবিধাগুলো ভাগ করে নেওয়া দরকার।
তিনি বলেন, ‘আপনি যদি একটি বায়ু ফার্ম তৈরি করেন এবং সুবিধা ও মুনাফার কিছু অংশ স্থানীয় সম্প্রদায়ের কাছে ফিরে দেব, তবে আপনার কাছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করার পরিবর্তে এটিকে সমর্থন করবে।’
তিনি আরও বলেন, ‘জ্বালানির স্বাধীনতার সমস্ত সুবিধা তখন পুতিন (রাশিয়া) ও সৌদি আরবের মতো স্বৈরাচারী শাসকদের কাছ থেকে ক্ষমতার পালাবদল হবে।’
আরও পড়ুন: পর্যটনশিল্পকে অবশ্যই নিরাপদ করতে হবে: জাতিসংঘ মহাসচিব
১ বছর আগে
গ্রিসে দাবানলে ১৮ জনের লাশ উদ্ধার
গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকদিন ধরে চলমান দাবানলে ১৮ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে দমকলকর্মীরা। ধারণা করা হচ্ছে, তারা অভিবাসী এবং তুরস্কের সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেছে।
আলেকজান্দ্রোপলিস শহরের কাছে কয়েকশ’ দমকল কর্মী ঝড়ো বাতাসের মধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি দাবানলের বিরুদ্ধে লড়াই করার সময় লাশগুলো খুঁজে পান। সোমবার গ্রিসের উত্তর ও মধ্যাঞ্চলে পৃথক দাবানলে ২ জন নিহত ও ২ দমকলকর্মী আহত হয়েছেন।
গরম ও গ্রীষ্মের শুষ্ক আবহাওয়ায় দক্ষিণ ইউরোপের দেশগুলো বিশেষত দাবানল প্রবণ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে এক সপ্তাহ ধরে আরেকটি বড় ধরনের দাবানল জ্বলছে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ইউরোপে দাবানলের ক্রমবর্ধমান প্রবণতা এবং তীব্রতার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন এবং উল্লেখ করেছেন যে ২০১৭ সালের পরে দাবানলের ক্ষয়ক্ষতির জন্য ২০২২ ছিল দ্বিতীয় সবচেয়ে খারাপ বছর।
আরও পড়ুন: হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে ৫৩ জনের মৃত্যু: গভর্নর
দমকল বিভাগের মুখপাত্র আইওনিস আর্তোপিওস বলেন, দেশটির পুলিশ ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন টিমকে সক্রিয় করে। এরপরই আভান্তাস এলাকায় একটি খুপরির কাছে ১৮ জনের লাশ পাওয়া যায়।
তিনি বলেন, ‘যেহেতু আশেপাশের এলাকা থেকে কোনো নিখোঁজ ব্যক্তি বা নিখোঁজ বাসিন্দাদের খবর পাওয়া যায়নি, তাই এই সম্ভাবনাটি তদন্ত করা হচ্ছে যে তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন।’
আলেকজান্দ্রোপলিস তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত। মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা এবং ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য প্রায়শই এই পথ বেঁছে নেওয়া হয়।
গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটরিনা সাকেলারোপোলু এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
দাবানলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অন্ধকার বাস্তবতা যেন নতুন স্বাভাবিকতায় পরিণত না হয় তা নিশ্চিত করতে আমাদের জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
আরও পড়ুন: মাউই দাবানল: নিহতের সংখ্যা বেড়ে ১০১
মাউই দ্বীপে দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞে শোক প্রকাশ করে বাইডেনের কাছে প্রধানমন্ত্রীর চিঠি
১ বছর আগে
ঢাকায় ভিসার আবেদন গ্রহণ শুরু গ্রিসের
ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী এবং ডিজিটাল যাযাবর (নোম্যাড) এর মতো সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
গ্রিসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দিতে আর নয়াদিল্লি যেতে হবে না।
গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারিত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় একটি ডেডিকেটেড সেন্টার চালু করেছে।
ভিসা আবেদনকারীদের তাদের আবেদন জমা দিতে এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধন করতে বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) যাওয়ার আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেতে জিভিডব্লিউসি ওয়েবসাইটে যেতে হবে।
আরও পড়ুন: মার্কিন ভিসার আবেদন করার জন্য দালালের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই: দূতাবাস
ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন বলেন, ‘যারা কাজ, শিক্ষা, ব্যবসা ও অবসর সময় কাটানোর জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী, নতুন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। এই উন্নয়ন জিভিডব্লিউসি’র সঙ্গে আমাদের বিশ্বস্ত অংশীদারিত্বের আরেকটি অধ্যায়, যার সঙ্গে আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি।’
অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।
জিভিসিডাব্লু বিশ্বের ১৮টি দেশ ও ৮২ টি শহরে কাজ করে। এর অপারেশনাল সক্ষমতা এবং অংশীদারদের মূল্যবান অবদানের ওপর ভিত্তি করে, বিশেষত হেলেনিক টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন (ওটিই), ইউরোপের বৃহত্তম টেলিকম সংস্থা এবং ভিএফএস গ্লোবাল, জিভিসিডাব্লু প্রতিদিন হাজার হাজার ভিসা আবেদনকারীকে সেবা দিচ্ছে।
জিভিসিডব্লিউ'র ৮২টি ভিএসি এবং এর অত্যাধুনিক অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন প্রযুক্তি রক্ষণাবেক্ষণকারী প্রায় ৩০০ ভিসা হ্যান্ডলিং কর্মীর নিরন্তর প্রচেষ্টা আরও দক্ষ কর্মপ্রবাহের অনুমতি দেয় এবং সংশ্লিষ্ট গ্রিক কনস্যুলেটের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম হয়েছে, যার ফলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হয়েছে।
প্রতি বছর প্রায় ৭ হাজার গ্রিস ভিসা আবেদন গ্রহণের সঙ্গে দেশটি বাংলাদেশের জন্য একটি উদীয়মান গন্তব্যস্থল।
আরও পড়ুন: শিক্ষার্থী ভিসার আবেদন নেয়া শুরু করছে মার্কিন দূতাবাস
১ বছর আগে
গ্রিসের উপকূলে ডুবে যাওয়া নৌকায় ৩৫০ জন পাকিস্তানি অভিবাসী ছিল: কর্মকর্তারা
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান বলেছেন, গত সপ্তাহে গ্রিসের উপকূলে ডুবে যাওয়া একটি মাছ ধরার নৌকায় আনুমানিক ৩৫০ জন পাকিস্তানি অভিবাসীদে ছিলেন। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে এবং মধ্য ভূমধ্যসাগরে ঘটা সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি এটি।
শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে থাকা সংসদ সদস্যদের রানা সানাউল্লাহ খান জানান, ১৪ জুন নৌকাটি ডুবে যাওয়ার সময় সেটিতে আনুমানিক ৭০০ অভিবাসী ছিলেন। ১২ জন পাকিস্তানিসহ মাত্র ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিল তা নিশ্চিত জানা যায়নি।
খান বলেন, নিখোঁজ পাকিস্তানিদের মধ্যে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ‘এখন পর্যন্ত ২৮১টি পরিবার সরকারের সঙ্গে যোগাযোগ করে দাবি করেচে যে ডুবে যাওয়া নৌকাটিতে তাদের ছেলে বা প্রিয়জন থাকতে পারে।’
খানের মন্তব্য দেশটির আইনপ্রণেতাদের হতবাক করেছে এবং তিনি কথা বলার সময় তারা সবাই দুঃখ প্রকাশ করেন।
এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে নৌকাডুবির পর এত বেশি পাকিস্তানি নাগরিক নিখোঁজ হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে নিহত ২৫, আহত ১৪৫
লাশ শনাক্ত করতে কর্মকর্তারা বর্তমানে এমন লোকদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন, যারা দাবি করছেন যে তাদের স্বজন ওই নৌকায় ছিলেন।
মাছ ধরার নৌকায় পাকিস্তানিদের অভিবাসনের ব্যবস্থা করা মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তানের সরকার। এসব অধিবাসীদের অনেকেই ইউরোপে চাকরি খুঁজছিল। এখনও পর্যন্ত পুলিশ এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীরা পাচারকারীদের সমুদ্রযাত্রার জন্য ৫ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার দিয়েছেন।
আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়ার আগে অভিবাসীদের বাঁচানোর চেষ্টা না করায় গ্রিস ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
যদিও এথেন্সের কর্মকর্তারা বলছেন যে যাত্রীরা কোনো সাহায্য প্রত্যাখ্যান করেছিল এবং ইতালিতে যাওয়ার জন্য জোর দিয়েছিল। কেননা জাহাজটির যাত্রীদের মধ্যে সন্দেহভাজন ৯জন মিশরীয় ব্যক্তিকে গ্রিসে একটি অপরাধমূলক সংগঠনে অংশ নেওয়া, হত্যাকাণ্ড এবং জাহাজ ভাঙার মতো অভিযোগের মুখোমুখি করা হয়েছে।
স্বজন হারানো পাকিস্তানিরা অন্যদেরকে তাদের প্রিয়জনকে অবৈধভাবে বিদেশে না পাঠাতে অনুরোধ করছেন।
এই দুর্ঘটনায় নিহতের আশঙ্কা করা আলী রাজা নামক এক ব্যক্তির ভাই সাওয়ান রাজা বলেছেন, ‘পাকিস্তানে থেকে দুপুর বা রাতের খাবার না খেয়ে থাকাও, চোরাকারবারীদের সাহায্যে বিদেশে যাওয়ার ঝুঁকি নেওয়ার পরিবর্তে অনেক ভালো।’
রাজাসহ অনেক নিখোঁজ অভিবাসী পাকিস্তানের সবচেয়ে জনবহুল পূর্ব পাঞ্জাব প্রদেশ ও কাশ্মীরের প্রত্যন্ত শহরের বাসিন্দা।
পাকিস্তান তার রেকর্ড সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি ৪৫ শতাংশে পৌঁছেছে এবং অনেক যুবক ভাল চাকরি খোঁজার জন্য ইউরোপে বিপজ্জনক ভ্রমণ করেছে।
আরও পড়ুন: পাকিস্তানে কয়লা খনি নিয়ে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ১৫
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুনে নিহত ৭
১ বছর আগে
গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭
গ্রিসের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।
গ্রিক পুলিশের মুখপাত্র কনস্টানটিয়া দিমোগ্লিডু সাংবাদিকদের বলেন, ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন, শুক্রবারের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৯, আহত ৮৫
কীভাবে এবং কেন যাত্রীবাহী ট্রেনটি বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তা নির্ধারণের জন্য একটি তদন্ত চলছে।
একজন স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সরকার শুক্রবার পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি এড়াতে রেলপথ পরিচালনায় সমস্যাগুলোর সমাধান করা হবে।
আরও পড়ুন: গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল: সার্বিয়ান মন্ত্রী
১ বছর আগে
গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৯, আহত ৮৫
গ্রিসের উত্তরাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৯ জন নিহত ও অন্তত ৮৫ জন আহত হয়েছেন। বিষয়টি দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
এথেন্স থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে টেম্পের কাছে সংঘর্ষের পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কমপক্ষে তিনটিতে আগুন ধরে যায়। নিকটবর্তী শহর লারিসার হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোইয়ানিস বলেন, ‘উচ্ছেদ প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের তীব্রতার কারণে খুব কঠিন পরিস্থিতিতে তা পরিচালিত হচ্ছে।’
আরও পড়ুন: গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল: সার্বিয়ান মন্ত্রী
দগ্ধদের চিকিৎসায় ব্যবহৃত হাসপাতালের ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
হেড ল্যাম্প পরিহিত উদ্ধারকারীরা ঘন ধোঁয়ায় আটকা পড়া লোকদের সন্ধানে ট্রেন থেকে ছিন্নভিন্ন ধাতুর টুকরো টেনে নিয়ে কাজ করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রেল অপারেটর হেলেনিক ট্রেন জানিয়েছে, এথেন্স থেকে থেসালোনিকিগামী উত্তরমুখী যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিল।
আরও পড়ুন: গ্রিসে বিশেষ প্রদর্শনীতে 'হাসিনা: এ ডটারস টেল'
১ বছর আগে
গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল: সার্বিয়ান মন্ত্রী
গ্রিসের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি ল্যান্ড মাইনসহ ১১ টন অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার গভীর রাতে কাভালা শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা আট আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল।
আন্তোনভ-১২ কার্গো বিমানটি ইউক্রেনের কার্গো এয়ারলাইন মেরিডিয়ান পরিচালিত।
বিবিসির খবরে বলা হয়েছে, আন্তোনভ-১২ বিধ্বস্ত হওয়া এলাকার দুই কিলোমিটারের মধ্যে বসবাসকারী লোকজনকে বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: নেপালে বিমান বিধ্বস্ত, মিলেছে সর্বশেষ লাশের খোঁজ
রবিবার সকালে স্থানটি নিরীক্ষা করতে ড্রোন ব্যবহার করা হয়েছে।
রাষ্ট্র পরিচালিত টিভি জানিয়েছে, সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ ও গ্রিক পরমাণু শক্তি কমিশনের কর্মীরা এটিকে নিরাপদ বলে মনে না করা পর্যন্ত সেখানে যাবেন না।
গ্রিসের উত্তরাঞ্চলের ফায়ার ব্রিগেডের লেফটেন্যান্ট জেনারেল মারিওস অ্যাপোস্টোলিডিস সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে (বাতাসের) পরিমাপ কিছুই দেখায়নি। কিন্তু তবুও ওই স্থানে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে।’
‘অন্য কথায় তীব্র ধোঁয়া ও তাপ, সেইসঙ্গে একটি সাদা পদার্থ যা আমরা চিনতে পারি না। তাই একটি বিশেষ সশস্ত্র বাহিনীর দলকে আমাদের জানাতে হবে এটি কী ও আমরা ওই স্থানে প্রবেশ করতে পারি কি না।’
উড্ডয়নের পরপরই ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি রানওয়েতে পৌঁছাতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১১টার দিকে বিমানটিকে দেখতে পান।
আরও পড়ুন: হাইতিতে বিমান বিধ্বস্ত, নিহত ৫
সার্বিয়ার প্রতিরক্ষা-মন্ত্রী নেবোজা স্টেফানোভিচ বলেছেন, আন্তোনোভ এএন-১২ প্রায় ১১ টন সার্বিয়ার তৈরি অস্ত্র বাংলাদেশে পরিবহন করছিল।
ঢাকার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে এটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল।
তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সংযোগের ইঙ্গিত পাওয়া যায়নি।
২ বছর আগে
গ্রিসে বিশেষ প্রদর্শনীতে 'হাসিনা: এ ডটারস টেল'
গ্রিসে বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে দেশের জনপ্রিয় ডকুড্রামা 'হাসিনা: এ ডটরাস টেল’। রবিবার (৩ জুলাই) অ্যাথেন্সের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে মাল্টি কালচারাল লাইব্রেরি ‘উই নিড বুকস'-এ এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
'উই নিড বুকস'-এর আয়োজনে এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সহায়তায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনী প্রসঙ্গে 'উই নিড বুকস' তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে,‘হাসিনা:এ ডটারস টেল'মোটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে তৈরি কোন ডকুমেন্টারি নয়। বরং এটি বঙ্গবন্ধু কন্যাদের গল্প বলেছে। এই ডকুড্রামাটি তার শিরোনামের মতই হৃদয় ছুঁয়ে যাওয়া এক আবহ তৈরি করে। যা বর্ণনা করে দেশটির (বাংলাদেশের) অন্ধকার একদিন কিভাবে দুই কন্যার জীবনকে পরিবর্তন করে দিয়েছে।
'হাসিনা:এ ডটারস টেল'চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। ডকুটির প্রযোজক হলেন, রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।
পরিবেশক গাউসুল আজম শাওন বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারা দেশে এই ডকুড্রামা সারা ফেলেছে। দেশে ও বিদেশে এখনো ডকুড্রামাটির চাহিদা রয়েছে বলে জানান তিনি।
ডকুড্রামাটির পরিচালক পিপলু খান বলেন,ডকুড্রামায় একজন শেখ হাসিনার রান্না ঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছি।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রযোজিত ৭০ মিনিট দৈর্ঘ্যের ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করতে পিপলু খানের সময় লেগেছে দীর্ঘ পাঁচ বছর। ২০১৮ সালের ১৬ নভেম্বর ছবিটি মুক্তির পরেই জাতীয় এবং আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: ‘মিশন এক্সট্রিম-২’র ফার্স্টলুক প্রকাশ
২ বছর আগে
১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল গ্রিস
গ্রীসে রাশিয়ান কূটনৈতিক এবং কনস্যুলার মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত সম্পর্কে আগে অবহিত করা হয়েছে।
বিবৃতিতে কূটনীতিকদের প্রস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
পড়ুন: মারিউপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
২ বছর আগে