রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পূর্ণ আদালতের বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সিদ্ধান্ত নেন।
সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৮৮ বিচারক উপস্থিত ছিলেন।
এতে ভার্চুয়াল আদালত পরিচালনায় আইনগত বাধা অপসারণ এবং আবারও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিধি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিচারক ও আইনজীবীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল শুনানি ও মামলা নিষ্পত্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া হবে।
পাশাপাশি প্রধান বিচারপতিকে সময়ে সময়ে এর অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে।
অধস্তন আদালতের বিচারকরা নিজ নিজ কার্যালয়ে অবস্থান করবেন এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ রাখবেন।
এর আগে প্রধান বিচারপতি ছুটির দিনে অত্যন্ত জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য ২৩ এপ্রিল সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন।