সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ব্যবসায়ীরা যাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে তারা আজ ঘটনাস্থলে রাস্তা ও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়েছে।
শনিবার সকাল থেকে প্রায় ৮০০ ব্যবসায়ী তাদের মজুদ প্রদর্শন করেছেন। তারা বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ফ্লাইওভারের নিচে তাদের অস্থায়ী দোকান বসিয়েছে।
গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাতে পেরেছেন এমন কাপড় নিয়ে বসে আছেন অনেক ব্যবসায়ী। দোকানের আশেপাশে ভিড় থাকলেও বিক্রি এখনও বাড়েনি।
অস্থায়ী দোকান বসানো ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের হাত থেকে যা যা মালামাল বাঁচাতে পারে তা বিক্রি করছেন।
ফ্লাইওভারের নিচে নিজের দোকানে বসে ছিলেন আয়নাল হোসেন। তিনি ইউএনবিকে বলেন, বঙ্গবাজার মার্কেটে তার দু’টি দোকান রয়েছে। দু’টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, ‘আমি কিছু জিনিস সরাতে সক্ষম ছিলাম। তাই এখানে নিয়ে এসেছি। এখনও কোন বিক্রয় নেই, কারণ আমাদের নিয়মিত গ্রাহকরা দোকানের ঠিকানা জানেন না। আমরা কিভাবে এই ঈদ উদযাপন করব তা একমাত্র আল্লাহই জানেন।’
ব্যবসায়ী শহিদুল ইসলামের বঙ্গবাজারে জিন্স ও শার্ট বিক্রির দোকান ছিল। দোকান পুড়ে ছাই হয়ে এখন ফুটপাতেও দোকান বসিয়েছেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন ‘সবকিছু শেষ, বাড়িতে খাবারের টাকা নেই। তাই, আমি ফুটপাথে দোকান বসাতে বাধ্য হয়েছি।’
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বঙ্গবাজার গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্স টাওয়ার পুড়ে গেছে। আগুনে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।