বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বিগত ৯ মাসে দেশের মুদ্রাস্ফীতি ৬ শতাংশ কমে হয়েছে সাড়ে ৮ শতাংশ। নয় মাস আগে মুদ্রাস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকার এসএমই মহিলা উদ্যোক্তাদের সমাবেশ, পণ্য প্রদর্শনী এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই এ কথা বলেন।
তিনি বলেছেন, বাংলাদেশে মুদ্রাস্ফীতি কমছে। আমরা যদি চেষ্টা করি এবং নীতিগত স্থিতিশীলতা বজায় রাখি, তাহলে মুদ্রাস্ফীতি সাড়ে ৪ শতাংশে নামিয়ে আনা অসম্ভব নয় এবং সেটিই সকলের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হবে।
আরও পড়ুন: গণতন্ত্রে প্রভাবিত হ্যারিস সমর্থক, আর মুদ্রাস্ফীতি ও অভিবাসনে ট্রাম্প সমর্থকরা
এইচ মনসুর বলেন, ‘দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ। এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, সেটি এখন ৯ শতাংশের একটু বেশি রয়েছে। আমি আশাবাদী, এটা ধীরে ধীরে আরও কমবে।’
নারীদের সাংবিধানিক যে অধিকার রয়েছে, বাস্তবে তারা সেই অধিকার পাচ্ছেন না বলেও মন্তব্য করেন গভর্নর।
তিনি বলেন, ‘ঋণ গ্রহণের সময় নারীরা অনেক বাধার সম্মুখীন হন। নারীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমাদের উপায় খুঁজে বের করতে হবে।’