গাছ সুরক্ষা ও পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, গাছ সুরক্ষায় নতুন আইন হচ্ছে। এই আইনে গাছ সুরক্ষাসহ পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গাছে পেরেক ঠুকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। তাই গাছে পেরেক ঠুকলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। পরে গাছটি ধীরে ধীরে মারা যায়। এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
এ সময় উপদেষ্টা থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান।