অস্ট্রেলিয়ার মোনাশ, সুইনবার্ন এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা প্রতি সেকেন্ডে ৪৪.২ টেরাবাইট (টিবিপিএস) গতিতে ডাটা সঞ্চালন করতে সক্ষম হয়েছেন। যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ইন্টানেটের এ গতির দিয়ে ব্যবহারকারীরা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এক হাজারের বেশি এইচডি মানের চলচ্চিত্র ডাউনলোড করতে পারবেন।
যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম বলছে, যুক্তরাজ্যে স্বাভাবিক ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে ৬৪ মেগাবাইট (এমবিপিএস)। যা তাদের সাম্প্রতিক গবেষণার এক পর্যায়ে রেকর্ড করা হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশের তুলনায় মাঝারি গতির ইন্টারনেট রয়েছে। সে দেশের ব্যবহারকারীরা মাঝে মধ্যেই ধীর গতির ইন্টারনেটের অভিযোগ তুলে আসছেন।
গবেষকরা আশা করছেন, তাদের এ অনুসন্ধানগুলো ভবিষ্যতে ইন্টারনেট সংযোগগুলো কেমন হতে পারে সে ব্যাপারে একটি ধারণা দেবে।