আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা এখন ‘রুম হিটার’ ব্যবহার করে ঘরের বা কোনো বদ্ধ স্থানের তাপমাত্রা বাড়াতে পারি। রুম হিটারগুলো ‘স্পেস হিটার’ নামেও পরিচিত।
দেশে প্রযুক্তিগত পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের রুম হিটারগুলোর দাম জানতে এ নিবন্ধটি পড়ুন। চলুন জেনে নেয়া যাক ওয়ালটনের বিভিন্ন মডেলের রুম হিটারের দামসহ বিস্তারিত তথ্য।
ডিজিটাল সচেতনতা অর্জনে চালু হলো ‘উই থ্যিংক ডিজিটাল’
ওয়ালটন রুম হিটারের দাম
উন্নতমানের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের জন্য বিশ্বমানের খ্যাতি অর্জন করেছে আমাদের স্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। আসুন জেনে নেয়া যাক ওয়ালটনের বিভিন্ন দামের রুম হিটার সম্পর্কে।
ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি৩০২ডব্লিউ
যদি আপনি ভালো ওয়াল-মাউন্টেড রুম হিটার খুঁজে থাকেন, ওয়ালটনের ডব্লিউআরএইচ-পিটিসি৩০২ডব্লিউ মডেলটি বাদ দেবেন না। পিটিসি হিটিং এলিমেন্ট দিয়ে তৈরি এ যন্ত্রটি ডুয়েল পাওয়ার সেটিং মেকানিজম (১০০০ ওয়াট এবং ২০০০ ওয়াট) দিয়ে সজ্জিত। এতে রয়েছে ‘টাইমার সেটিং’ অপশন, যার মাধ্যমে কয়েক মিনিট থেকে শুরু করে ২৪ ঘণ্টাই এ রুম হিটারটি চালু রাখার জন্য সময় নির্বাচন করা যাবে।
এ স্পেস হিটারে আপনি ১০ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সেট করতে পারবেন। এছাড়া এর উন্নত প্রযুক্তির তাপমাত্রা সংবেদন মোড বিদ্যুতও সাশ্রয় করে।
মজার বিষয় হলো, এ স্পেস হিটারটিতে শীতল বাতাস সরবরাহের জন্যও একটি ফ্যান মোড রয়েছে। মাত্র ২.৪৬ কেজি ওজনের এ ওয়ালটন স্পেস হিটারটি বহন করাও সহজ। এটির স্মার্ট ওয়াল-মাউন্টেড ডিজাইন (৫৪*১৯*১৩.৮ সেন্টিমিটার) দেখতে যেমন সুন্দর, তেমনি রাখাও যায় অল্প জায়গাতে।
প্রতি ঘণ্টায় ১৫৯এম৩ গরম এয়ারফ্লো রেটের বৈশিষ্ট্যযুক্ত এ রুম হিটারটি প্রায় ২০ থেকে ২৫ বর্গমিটার জায়গায় গরম বাতাস সরবরাহ করতে সক্ষম।
অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ গ্যাজেটে আপনি রিমোট কন্ট্রোল, এলইডি ডিসপ্লে, তাপমাত্রা নিয়ন্ত্রণ যেমন ঠাণ্ডা বা গরম বাতাস সরবরাহ, ফ্যানের স্পিড কমানো বা বাড়ানোসহ একাধিক আধুনিক বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন।
আর কী? ওয়ালটনের এ রুম হিটারটিতে চাইল্ড লক ফাংশন, ওভারহিট প্রতিরোধের মতো নানা সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। এ রুম হিটার বা স্পেস হিটারের দাম প্রায় ৫১০০ টাকা।
দেশে সবচেয়ে পাতলা ওএলইডি ল্যাপটপ আনল আসুস
ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি২০৪টি
ওয়ালটনের ডব্লিউআরএইচ-পিটিসি২০৪টি মডেল তাদের জন্য উপযুক্ত পছন্দ হতে পারে যারা স্ট্যান্ডিং রুম হিটার কিনতে চান। দুই হাজার ওয়াট পাওয়ার রেটেড এ স্পেস হিটারটির ওজন মাত্র ২.৬৬ কেজি, যা বেশ বহনযোগ্য।
স্লিক ডিজাইনের (১৯০*১৯০*৫৭৫ মিলিমিটার) এ রুম হিটারটি আপনার ঘরের একটি ছোট জায়গা দখল করবে। ডব্লিউআরএইচ-পিটিসি৩০২ডব্লিউ মডেলের মতো এটির দুই ধাপের (১০০০ ওয়াট এবং ২০০০ ওয়াট) পাওয়ার সেটিং মোড রয়েছে।
এছাড়া, এ স্পেস হিটারটিতে ঘরের প্রতিটি কোণে তাপ ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে। এ মডেলটি পিটিসি সিরামিক হিটিং উপাদান দিয়ে তৈরি। একটি স্থায়ী তাপস্থাপকের মাধ্যমে এটির তাপমাত্রা নির্ধারণের প্রক্রিয়াটি কাজ করে।
এ ওয়ালটন স্পেস হিটারটি দক্ষতার সাথে স্মার্ট ব্লোয়ারের মাধ্যমে তাপ ছড়িয়ে দেয়। হিটার এবং ব্লোয়ারের যৌথ ক্রিয়ায় অত্যন্ত সক্ষমতার সাথে ঘর গরম রাখতে পারে এ স্পেস হিটার। স্মার্ট ডাস্ট ফিল্টারিং প্রক্রিয়া এ গ্যাজেটটির কার্যকারিতা ধরে রাখে।
এটির চার ধাপের ওভারহিট সুরক্ষা প্রযুক্তি আপনার ঘরকেও রাখবে নিরাপদ। সুইচগুলোও সুরক্ষা টিপস দ্বারা সুরক্ষিত। এ রুম হিটারটি প্রতি ঘণ্টায় ৬৫এম৩ হারে গরম বাতাস সরবরাহ করে। ওয়ালটনের এ রুম হিটারটির দাম প্রায় ৩৬০০ টাকা।
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হলো হুয়াওয়ের স্মার্ট ফটোভোলটাইক
ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি০০৬
ওয়ালটনের ডব্লিউআরএইচ-পিটিসি০০৬ স্পেস হিটার মডেলটি সাশ্রয়ী মূল্যের মধ্যে একটি ভালো পছন্দ হতে পারে। এ রুম হিটারটিতে তাপমাত্রা সেট করার জন্য ৭৫০ ওয়াট এবং ১৫০০ ওয়াটের দুটি বিকল্প রয়েছে। এটি পিটিসি হিটিং উপাদানে তৈরি। এর বেশ কয়েকটি কার্যকরী মোডের মধ্যে আপনি আপনার প্রয়োজন মতো অপশনটি বেছে নিতে পারেন।
ওয়ালটনের এ রুম হিটারটিতে অতিরিক্ত তাপ, অ্যান্টি-টিল্ট সুরক্ষা ইত্যাদিসহ স্পোর্টস মোড সুরক্ষার নানা বৈশিষ্ট্য রয়েছে। কালো এবং সাদা- এ দুটি রঙে পাওয়া ওয়ালটনের এ স্পেস হিটারটি যার দাম পড়বে ২৫০০ টাকা।
ওয়ালটন ডব্লিউআরএইচ-পিটিসি০০৭
আপনি কি অল্প জায়গার মধ্যে সাশ্রয়ী মূল্যে রুম হিটার খুঁজছেন? তাহলে বেছে নিতে পারেন ওয়ালটনের ডব্লিউআরএইচ-পিটিসি০০৭ মডেলের রুম হিটারটি। বাজেটের মধ্যে হলেও, এ স্পেস হিটারটি পিটিসি হিটিং তারের সাহায্যে তৈরি করা। ১০০০ ওয়াটের রেটযুক্ত এ ছোট রুম হিটারটিতে ওভারহিট সুরক্ষা বৈশিষ্ট্যও রয়েছে।
ভারতে ওয়াশিং মেশিন রপ্তানি করছে ওয়ালটন
সমন্বয়ের তিনটি বিকল্প থাকায় এ গ্যাজেটটি হয়ে উঠেছে আরও ব্যবহারবান্ধব। বহনযোগ্য আকৃতি এবং কমপ্যাক্ট ডিজাইনের এ হিটারটি ছোট ঘরের জন্য বেশ উপযুক্ত যা শিক্ষার্থী বা ব্যাচেলরদের জন্য একটি ভালো স্পেস হিটিং সমাধান হতে পারে। ওয়ালটনের ডব্লিউআরএইচ-পিটিসি০০৭ মডেলের রুম হিটারটির দাম মাত্র ১৪৯০ টাকা।
রুম হিটার কীভাবে কিনবেন?
হিটারের ধরন
রুম হিটার কেনার আগে আপনাকে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে, যেমন স্পেস হিটারে কতটি পাওয়ার সেটিং অপশন রয়েছে তা দেখে নেয়া।
বিভিন্ন হিটিং ফাংশন পাওয়া আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আপনি যদি নির্দিষ্ট সময় ধরে রুম হিটারটি চালু রাখতে চান তাহলে ‘টাইমার সেটিং’ রয়েছে এমন স্পেস হিটার বেছে নিন।
রুম হিটারগুলোর মধ্যে বড় পার্থক্য থাকে ডিজাইনের ওপর। আপনি যদি মেঝেতে জায়গা বাঁচাতে চান, তাহলে ওয়াল মাউন্টেড রুম হিটার বেছে নিন। এছাড়া, স্ট্যান্ডিং রুম হিটারগুলো বিভিন্ন আকার-আকৃতির হয়ে থাকে।
গরম করার প্রযুক্তির ওপর নির্ভর করেও রুম হিটারগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে।
পোল্যান্ডে ওয়ালটনের টেলিভিশন রপ্তানি শুরু
গরম করার সক্ষমতা
রুম হিটার কেনার আগে সেটি কতটুকু জায়গা গরম রাখতে পারবে বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। একটি রুম হিটার সাধারণত প্রতি বর্গফুট জায়গা গরম করার জন্য প্রায় ১০ ওয়াট শক্তি প্রয়োগ করতে পারে। সেই হিসে ২০০০ ওয়াটের একটি রুম হিটারে ২০০ বর্গফুট পর্যন্ত একটি কক্ষকে গরম রাখার সক্ষমতা থাকার কথা। প্রযুক্তির ওপর নির্ভর করে এ সক্ষমতা ভিন্ন ভিন্ন হয়।
নিরাপত্তা বৈশিষ্ট্য
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে রুম হিটার থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি হতে পারে। তবে উন্নতমানের রুম হিটারগুলোতে ওভার হিটিং সুরক্ষা ব্যবস্থা দেয়া থাকে যা আগুনের ঝুঁকি হ্রাস করে।
এছাড়া ‘সেফটি-টিপ’ সুরক্ষিত সুইচসমৃদ্ধ স্পেস হিটারগুলো ভোল্টেজ ওঠানামার সময় অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচাতে পারে।
বাড়িতে শিশু থাকলে রুম হিটারের ‘চাইল্ড লক ফাংশন’টিও খুব সহায়ক।
শব্দের স্তর
অতিরিক্ত শব্দ আপনার ঘুমে বিঘ্ন ঘটাতে পারে এবং স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সাধারণত, ছোট বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম চালু থাকলে সেগুলো থেকে অনেক সময় উচ্চ মাত্রায় শব্দ নির্গত হয়। সুতরাং, কেনার জন্য এমন একটি রুম বা স্পেস হিটার বাছাই করার চেষ্টা করুন যেটি চালু থাকলে খুব কম বা কোনো শব্দ সৃষ্টি হয় না।