দেশটির জনপ্রিয় ব্র্যান্ড অপটিকামের মাধ্যমে ইতোমধ্যেই পোল্যান্ডে ওয়ালটন টিভির প্রথম শিপমেন্ট পাঠিয়ে ইউরোপে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের বাজার সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন।
ওয়ালটন জানিয়েছে, দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের পর পোল্যান্ডে টেলিভিশন রপ্তানির মধ্য দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি কার্যক্রম আরও গতি পেল।
পোল্যান্ডের ব্র্যান্ড অপটিকামের সাথে সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান অঞ্চলের বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোল্যান্ড থেকে যোগ দেন অপটিকামের সিইও রিচার্ড গ্র্যাবসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে পাশ্চাত্যের দেশগুলোর জন্য স্মার্ট টিভি তৈরিতে গুগলের সাথে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়ালটন। সম্প্রতি বাংলাদেশের একমাত্র উৎপাদনকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান ডলবির লাইসেন্স পেয়েছে ওয়ালটন।