বিএসসিসিএল কর্তৃপক্ষ জানায়, ‘ক্যাবলটির ত্রুটি চিহ্নিত করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে দ্রুততম সময়ে মেরামত করে রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ট্রাফিক পুরোপুরি চালু করা হয়। ফলে বর্তমানে বিএসসিসিএলের ২টি সাবমেরিন ক্যাবলই স্বাভাবিক ভাবে চালু রয়েছে।’
এর আগে, কুয়াকাটার আলীপুরে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ইন্টারনেটের গতি কমে গিয়েছিল বলে জানিয়েছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
প্রসঙ্গত, বিএসসিসিএলের আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির সি মি উই-৫ বীচ-ম্যানহোল হতে ল্যান্ডিং স্টেশন পর্যন্ত ল্যান্ড ফাইবার ক্যাবল ও তৎসংলগ্ন পাওয়ার ক্যাবল কুয়াকাটার আলীপুর বাজারের কাছে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান দ্বারা আকস্মিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে সি মি উই-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চালু ট্রাফিক বিচ্ছিন্ন হয়ে পড়ে।