বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো রবিবার দেশের বাজারে ‘এ’সিরিজের স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টডিভাইস অপো এ৭৬ উন্মোচন করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপো এ৭৬ স্মার্টডিভাইসে রয়েছে কোয়ালকম® স্ন্যাপড্রাগন ™ ৬৮০ প্রসেসর, যা বহুমুখী এবং বিস্তৃত গেমিং ও মাল্টিমিডিয়া পারফরমেন্সে অভিজ্ঞতা পাওয়া যাবে। অপো এ৭৬ ফোনটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের এ ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারসহ স্মুদ পারফরমেন্স ও ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য এতে পর্যাপ্ত জায়গা রয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৫জিবি র্যাম এক্সপেনশন ফিচার এবং ২৫৬ জিবি রম এক্সপেন্ডেবল ফিচার, যা ফোনের স্টোরেজ সুবিধা বিস্তৃত করবে।
এ ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি; এর ফলে, ফোনটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫৫ শতাংশ চার্জ হবে এবং ৫ মিনিটের চার্জে ইউটিউবে ২ ঘণ্টা ভিডিও উপভোগ করা যাবে।
আরও পড়ুন: বাস্তবের নায়কদের সম্মানিত করল অপো
শক্তিশালী ব্যাটারির এ৭৬ ফোন ব্যবহারে ব্যবহারকারীকে কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। ডিভাইসটির ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের ভিউয়িং অভিজ্ঞতা হবে অসাধারণ। ১৬৪.৪ এমএম X৭৫.৭এমএমX ৮.৪ এমএম ডাইমেনশনসহ ১৮৯ গ্রাম ওজনের এ ডিভাইসটি স্বাচ্ছ্যন্দে ব্যবহার করা যাবে। ৭২০X১৬১২ পিক্সেল ডিসপ্লেতে ব্যবহারকারীদের মুভি দেখার অভিজ্ঞতা হবে চমকপ্রদ।
অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওস ১১.১ ডিভাইসটি উন্নতমানের পারফরমেন্স নিশ্চিত করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এ৭৬ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা ল্যাগ-ফ্রি স্ক্রলিং ও সোয়াইপিং করতে পারবে। ছবি তুলতে যারা ভালোবাসেন, তাদের জন্য এ ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ, যেখানে রয়েছে ১৩ মেগাপিক্সেল (এফ/২.২) ওয়াইড মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা যে কোন পরিস্থিতিতে ব্যবহারকারীদের চমৎকার ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম কার্ড; ফলে ডিভাইসটিতে দু’টি মোবাইল নম্বরের সিম রাখা যাবে।
আরও পড়ুন: দেশে অপোর রেনো ৬ বিক্রি শুরু
গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং ব্লু এ দু’টি দৃষ্টিনন্দন রঙে উদ্ভাবনী ও শক্তিশালী ফিচারসমৃদ্ধ অপো এ৭৬ ডিভাইসটি ১৯,৯৯০ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এ ফোনটি অপো’র সকল আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেসেও পাওয়া যাচ্ছে।
অপো এ৭৬ এর ফিচারসমূহ: রঙ: গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং ব্লু; আকার: ১৬৪.৪এমএম X ৭৫.৭এমএম X ৮.৪ এমএম; ওজন: ১৮৯ গ্রাম; ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লে ৭২০*১৬১২ (এইচডি+); সিপিউ: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০; সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস১১.১; মেমোরি: ৬ জিবি র্যাম+১২৮ জিবি রম; রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল; ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল; ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার; চার্জিং: ৩৩ ওয়াট সুপার ভুক।