স্মার্ট ফোন
স্মার্ট ফোন কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে সপ্তম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ কামালপুর এলাকা এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে আ.লীগ নেতা হত্যায় সন্দেহভাজন কিশোরের ‘আত্মহত্যা’
পরিবার সূত্রে জানা যায়,ফরহাদ বেশ কয়েকদিন থেকে মোবাইল ফোন কেনার আবদার করে। বৃহস্পতিবার সকালে তার শোয়ার ঘরের জানালা দিয়ে ধরনার সঙ্গে গলায় ফাঁসি দিয়ে ঝুলে থাকা অবস্থায় তাকে দেখে তার মা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পাউরুটির সঙ্গে শিশুপুত্রকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!
২ বছর আগে
দেশের বাজারে নতুন ‘অপো এ৭৬’ উন্মোচন
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো রবিবার দেশের বাজারে ‘এ’সিরিজের স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টডিভাইস অপো এ৭৬ উন্মোচন করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপো এ৭৬ স্মার্টডিভাইসে রয়েছে কোয়ালকম® স্ন্যাপড্রাগন ™ ৬৮০ প্রসেসর, যা বহুমুখী এবং বিস্তৃত গেমিং ও মাল্টিমিডিয়া পারফরমেন্সে অভিজ্ঞতা পাওয়া যাবে। অপো এ৭৬ ফোনটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের এ ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারসহ স্মুদ পারফরমেন্স ও ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য এতে পর্যাপ্ত জায়গা রয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৫জিবি র্যাম এক্সপেনশন ফিচার এবং ২৫৬ জিবি রম এক্সপেন্ডেবল ফিচার, যা ফোনের স্টোরেজ সুবিধা বিস্তৃত করবে।
এ ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি; এর ফলে, ফোনটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫৫ শতাংশ চার্জ হবে এবং ৫ মিনিটের চার্জে ইউটিউবে ২ ঘণ্টা ভিডিও উপভোগ করা যাবে।
আরও পড়ুন: বাস্তবের নায়কদের সম্মানিত করল অপো
শক্তিশালী ব্যাটারির এ৭৬ ফোন ব্যবহারে ব্যবহারকারীকে কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। ডিভাইসটির ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের ভিউয়িং অভিজ্ঞতা হবে অসাধারণ। ১৬৪.৪ এমএম X৭৫.৭এমএমX ৮.৪ এমএম ডাইমেনশনসহ ১৮৯ গ্রাম ওজনের এ ডিভাইসটি স্বাচ্ছ্যন্দে ব্যবহার করা যাবে। ৭২০X১৬১২ পিক্সেল ডিসপ্লেতে ব্যবহারকারীদের মুভি দেখার অভিজ্ঞতা হবে চমকপ্রদ।
অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওস ১১.১ ডিভাইসটি উন্নতমানের পারফরমেন্স নিশ্চিত করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এ৭৬ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা ল্যাগ-ফ্রি স্ক্রলিং ও সোয়াইপিং করতে পারবে। ছবি তুলতে যারা ভালোবাসেন, তাদের জন্য এ ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ, যেখানে রয়েছে ১৩ মেগাপিক্সেল (এফ/২.২) ওয়াইড মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা যে কোন পরিস্থিতিতে ব্যবহারকারীদের চমৎকার ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম কার্ড; ফলে ডিভাইসটিতে দু’টি মোবাইল নম্বরের সিম রাখা যাবে।
আরও পড়ুন: দেশে অপোর রেনো ৬ বিক্রি শুরু
গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং ব্লু এ দু’টি দৃষ্টিনন্দন রঙে উদ্ভাবনী ও শক্তিশালী ফিচারসমৃদ্ধ অপো এ৭৬ ডিভাইসটি ১৯,৯৯০ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এ ফোনটি অপো’র সকল আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেসেও পাওয়া যাচ্ছে।
অপো এ৭৬ এর ফিচারসমূহ: রঙ: গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং ব্লু; আকার: ১৬৪.৪এমএম X ৭৫.৭এমএম X ৮.৪ এমএম; ওজন: ১৮৯ গ্রাম; ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লে ৭২০*১৬১২ (এইচডি+); সিপিউ: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০; সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস১১.১; মেমোরি: ৬ জিবি র্যাম+১২৮ জিবি রম; রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল; ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল; ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার; চার্জিং: ৩৩ ওয়াট সুপার ভুক।
২ বছর আগে
গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করল স্যামসাং
সম্প্রতি গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যামসাং এর বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে। উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইসগুলোতে রয়েছে অসাধারণ এস-পেন, দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও চমৎকার ক্যামেরা। ডিভাইস দুটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে; আগ্রহীরা এই সপ্তাহের শেষ থেকে ডিভাইস দুটি প্রি-বুকিং দিতে পারবেন।
গ্যালাক্সি এস সিরিজের নতুন ডিভাইস দুটি চলতি বছরের সবচেয়ে বহুল প্রত্যাশিত ফোন। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক প্রযুক্তিপ্রেমীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিভাইস দুটি। দীর্ঘ অপেক্ষার পর গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে স্যামসাং। ডিভাইস দুটিতে বৈচিত্র্যপূর্ণ উদ্ভাবন নিয়ে এসেছে স্যামসাং। তাই স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এ ডিভাইসগুলো।
এ প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বর্তমান বিশ্বে দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস ও ডিজিটাল লেনদেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এ কারণে স্মার্টফোন আমাদের অনেকের কাছেই অপরিহার্য হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ক্রেতাদের পর্যবেক্ষণ আমলে নিয়ে তাদের স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের বিশ্বাস, গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দুটি ব্যবহারকারীদের কাছে সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।’
আরও পড়ুন: ইন্টারব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস তালিকার শীর্ষ পাঁচে স্যামসাং
গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দুটিতে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪এনএম) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া গ্যালাক্সি এস২২ আল্ট্রা ডিভাইসটিতে ছয় দশমিক আট ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি ডিভাইসটিতে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, দুটি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ লেন্সগুলো ব্যবহার করে যে কোনো পরিবেশ ও পরিস্থিতিতেই যারা ছবি তুলতে ভালোবাসেন তারা পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। এছাড়া ডিভাইসটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি যা চোখের পলকেই ব্যবহারকারীদের উন্নত গেমিং অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি এস২২+ ডিভাইসটিতে রয়েছে ছয় দশমিক ছয় ইঞ্চি এফএইচডি+ ডায়নামিক ডিসপ্লে। সাথে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট দ্রুতগতির চার্জারসহ সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা যা ব্যবহারকারীদের সারাদিন চার্জার বহন করার দুশ্চিন্তা ছাড়াই খুব সহজে গেম খেলা ও কনটেন্ট উপভোগ করতে সাহায্য করবে। চমকপ্রদ এসব ফিচারের পাশাপাশি ডিভাইসগুলোতে রয়েছে এস পেন যা তাৎক্ষণিকভাবে খুব সহজে বাস্তবিক ছবি তুলতে সাহায্য করবে!
পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস সিরিজ এখন বাজারে; তাই এখন চমৎকার ডিভাইস দুটি দিয়ে স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা স্মার্ট ডিভাইস ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
আরও পড়ুন: স্যামসাং ঈদুল আজহার বিশেষ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
২ বছর আগে
কুশিয়ারায় ভাসছিল ‘বিদেশি’র লাশ
সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে এক ‘বিদেশি’ নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকা সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজারে হোটেল থেকে নারীর লাশ উদ্ধারপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির অর্ধগলিত দেহ থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। লাশের সঙ্গে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পেয়েছে পুলিশ। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় আইনজীবীসহ কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ও একটি সিম কার্ড পাওয়া গেছে। এই কার্ডগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সিলেটে বাসার ছাদ থেকে ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধারতিনি বলেন, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বাংলাদেশি নাগরিকের বলে মনে হচ্ছে না। আমরা ধারণা করছি- লাশটি কোন ভারতীয় নাগরিকের।
৩ বছর আগে
স্মার্ট ফোন কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবার উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন।
রবিবার (২০ জুন) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা‘
মৃত মোবারক (২১) উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মৃতের বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন্য আবদার করে। আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। রবিবার দুপুরে এ নিয়ে জেদ করলে কিছুদিন পরে কিনে দিবো বলে জানাই তাকে। এ কথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে মোবারক। বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের সিলিংয়ে একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।‘
আরও পড়ুন: স্মার্ট ফোন না পেয়ে কুড়িগ্রাম স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
অভিমান করে মোবারকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।
৩ বছর আগে
স্মার্ট ফোন না পেয়ে কুড়িগ্রাম স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া (১৫) কিশোর ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও ওই এলাকার দিনমজুর নাছির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মোটরসাইকেল না পেয়ে মাগুরায় মাদরাসা ছাত্রের ‘আত্মহত্যা’
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কিশোর কিছুদিন ধরে তার দরিদ্র বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেবার জন্য আবদার করে আসছিল। দরিদ্র দিনমজুর পরিবারটি স্মার্ট ফোন তার দাবী পূরণে অপরাগতা প্রকাশ করে। এতে করে মনের দুঃখে রানা মিয়া বুধবার রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে এমবি কেনার টাকা না দেয়ায় কিশোরের আত্মহত্যা!
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জনান,খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহত কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে যুবকের ‘আত্মহত্যা’
৩ বছর আগে