ঢাকা, ০৭ জুন (ইউএনবি)- উবার-পাঠাও এর মতো সম্প্রতি জনপ্রিয়তা লাভ করা অ্যাপভিত্তিক যাত্রী সেবাদানকারী প্রতিষ্ঠানকেও ভ্যাটের আওতায় আনছে সরকার।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব প্রতিষ্ঠান যা আয় করবে, তার উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এসবিআর) অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতাদের মূসকের আওতায় আনতে এসআরও জারি করেছে।
এসআর-তে বলা হয়, অ্যাপভিত্তিক সেবাগুলো ১৯৯১ সালের ভ্যাট আইনের দ্বিতীয় ভাগে না পড়ায় তারা ভ্যাটের আওতা বহির্ভূত নয়।
১৯৯১ সালের ভ্যাট আইনের দ্বিতীয় ভাগ মতে, যাত্রা থেকে উপার্জনের উপর ভ্যাট মুক্ত, কিন্তু যাত্রায় ভাগাভাগি থেকে উপার্জনের উপর ভ্যাট দিতে হবে।
অর্থাৎ অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে তাদের আয় থেকে প্রাপ্ত নিট আয়ের উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।
সম্প্রতি রাজধানীতে উবার, পাঠাও, আমার রাইড, স্যামসহ বিভিন্ন অ্যাপভিত্তিক যাত্রী সেবা জনপ্রিয়তা অর্জন করেছে।