বহুল আলোচিত ফিল্ম 'টপ গান'র পরবর্তী কিস্তির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র।
টম ক্রুজ 'টপ গান'-এর তৃতীয় সংস্করণে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
চলচ্চিত্রটি এখনও নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’ এবং ১৯৮৬ সালের মূল ‘টপ গান’ অনুসরণ করে একটি সিক্যুয়েলের জন্য চিন্তাভাবনা চলছে।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
তবে সিএনএন জানায়, ছবিটির প্রযোজক- ক্রুজ, জেরি ব্রুকহেইমার ও পরিচালক জোসেফ কোসিনস্কিকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা রয়েছে। যেহেতু ছবিটি ‘ম্যাভেরিক’ এর সিক্যুয়েল, ক্রুজের কনিষ্ঠ সহঅভিনেতা মাইলস টেলার ও গ্লেন পাওয়েলও ফিরে আসতে পারে।
সূত্রটি বলছে, এখনও চূড়ান্ত হয়নি, তবে ‘টপ গান: ম্যাভেরিক’ এর সহলেখক এহরেন ক্রুগার স্ক্রিপ্টের খসড়ার কাজ করছেন।
এদিকে বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দিতে রাজি হয়নি প্যারামাউন্ট। টম ক্রুজের প্রতিনিধিরা সিএনএনের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, 'টপ গান: ম্যাভেরিক'-এর ব্যাপক সাফল্যে বিশ্বব্যাপী ১ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এবং সেরা ছবি ও অভিযোজিত চিত্রনাট্যসহ ছয়টি অস্কার মনোনয়ন পেয়েছে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়