ঢালিউডে এই সময়ে অন্যতম ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। তার ঝুড়িতে আরও ব্যবসাসফল সিনেমা থাকলেও ‘পরাণ’ দিয়ে দর্শকদের মধ্যমণি হয়েছেন তিনি। তাকে নিয়ে আলোচনা এই বছর যে থামছে না এমনটাই মনে হচ্ছে। কারণ ২৮ অক্টোবর নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন এই তারকা।
ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে দেখা যাবে সিয়াম আহমেদ, শরিফুল রাজ, শাহনাজ সুমী, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, সামিয়া অথৈসহ আরও অনেককে।
‘দামাল’ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম। সিনেমাটির সব প্রচারণাতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে। এতে গ্রামের সহজ, সরল ও চঞ্চলা এক তরুণী হাসনা চরিত্রে তাকে দেখা যাবে।
`দামাল’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিটি কাজ আসলে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয়। সিনেমাটি মুক্তিযুদ্ধের সঙ্গে সেই সময়ের ফুটবলের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। এতে আমি গ্রামের মেয়ে হাসনা চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জ প্রতিটা কাজের মতো এবারও ছিল। কতটুকু কী করতে পেরেছি, সেটি দর্শক ভালো বলতে পারবে।’