পরাণ
মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমণি
ফেসবুকে দেয়া আরও একটি স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তার স্বামী অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। এর উত্তর ফেসবুকেই দেন মিম। আর সেটির প্রত্যুত্তরে পরীমণি আবারও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে এবার শুধু স্ট্যাটাস নয়, এরসঙ্গে মিমের স্ক্রিনশট শেয়ার করেন।
পরীমণি লেখেন, 'আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল-আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি- রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’
আরও পড়ুন: মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
২ বছর আগে
অনেকে ফোন করে টিকিট চেয়েছে: মিম
ঢালিউডে এই সময়ে অন্যতম ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। তার ঝুড়িতে আরও ব্যবসাসফল সিনেমা থাকলেও ‘পরাণ’ দিয়ে দর্শকদের মধ্যমণি হয়েছেন তিনি। তাকে নিয়ে আলোচনা এই বছর যে থামছে না এমনটাই মনে হচ্ছে। কারণ ২৮ অক্টোবর নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন এই তারকা।
ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে দেখা যাবে সিয়াম আহমেদ, শরিফুল রাজ, শাহনাজ সুমী, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, সামিয়া অথৈসহ আরও অনেককে।
‘দামাল’ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম। সিনেমাটির সব প্রচারণাতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে। এতে গ্রামের সহজ, সরল ও চঞ্চলা এক তরুণী হাসনা চরিত্রে তাকে দেখা যাবে।
`দামাল’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিটি কাজ আসলে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয়। সিনেমাটি মুক্তিযুদ্ধের সঙ্গে সেই সময়ের ফুটবলের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। এতে আমি গ্রামের মেয়ে হাসনা চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জ প্রতিটা কাজের মতো এবারও ছিল। কতটুকু কী করতে পেরেছি, সেটি দর্শক ভালো বলতে পারবে।’
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
২ বছর আগে
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’
সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরাণ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।
ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত পরাণ। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যা চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলেছে। দেশের বাইরেও প্রবাসীদের মধ্যেও পরাণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন,‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’
আরও পড়ুন: ‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
যুক্তরাষ্ট্র ও কানাডায় পরাণ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন,‘পরাণ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’
বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরাণ সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’
পরাণ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। পরাণ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।
আরও পড়ুন: লুঙ্গি পরা দর্শক সামান আলী সরকারকে আমন্ত্রণ জানাল স্টার সিনেপ্লেক্স
‘হাওয়া’য় মেতেছে দর্শক
২ বছর আগে
ভিডিও নিয়ে বিতর্কের জবাব দিলেন তুষি
সম্প্রতি ‘হাওয়া’ দিয়ে বেশ আলোচনায় এসেছেন অভিনেত্রী নাফিজা তুষি। সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় দিয়ে যখন প্রশংসায় ভাসছেন তখনই একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে নিয়ে চলছে বিতর্ক। যেখানে দেখা যাচ্ছে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ‘হাওয়া’র পোস্টারের সঙ্গে থাকা অন্য দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাতে বলছেন তিনি।
তবে ঘটনাটি কোন উদ্দেশ্য কেন্দ্র করে হয়নি। এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন নাফিজা তুষি।
তিনি বলেন, ‘এই ঘটনা নিয়ে যে এমন বিতর্ক তৈরি হবে সেটি ভাবতেই পারিনি। সবাই পেছনের ঘটনা না জেনে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু ঘটনা খুব স্বাভাবিক ছিল।’
তুষি আরও বলেন, ‘শ্যামলী সিনেমা হলে গিয়েছিলাম প্রচারণায়। সেখানে সাংবাদিকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি যখন সাক্ষাৎকার দিতে চাই তখন চেয়েছিল পেছনে হাওয়া সিনেমার পোস্টার থাক। সবাই হয়তো এমনটাই চাইবেন। কিন্তু বাকি দুটি পোস্টার সরাচ্ছিলেন হলের লোকজন। যেহেতু সবাই অনেক্ষণ অপেক্ষা করছেন তাই আমি বলেছি যেন একটু দ্রুত সরায়। এটুকুই কিন্তু। এতেই বিতর্কের সৃষ্টি।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
পড়ুন: সাম্প্রতিককালে ইউটিউবে ঝড় তোলা জনপ্রিয় সব বাংলা নাটক
‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু
২ বছর আগে
‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
লকডাউন শেষ হওয়ার সাথে সাথে মুক্তির অপেক্ষা শেষ হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমার। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটির শ্যুটিংয়ের পুরো কাজটি সম্পন্ন হয় ২০১৯ সালে। ২০২০ এর ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় ছিল রোমান্টিক সিনেমাটি। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের কারণে সিনেমাটির শুভ মহরত পিছিয়ে যায়। তবে তার আগেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয় ২০২০ এর ২ ফেব্রুয়ারি’তে প্রকাশিত চলচ্চিত্রটির টিজার ট্রেইলারটি। সিনেমাটির পটভূমির বিশেষত্ব এবং ১ মিনিট ২০ সেকেন্ডের রুদ্ধশ্বাস টিজারটি দর্শকদের মনে দারুণ উন্মাদনা সৃষ্টি করে। সেই পটভূমিসহ সিনেমাটির ব্যাপারে কিছু কথা থাকছে এবারের বিনোদনধর্মী ফিচারটিতে।
পরাণ সিনেমায় যারা অভিনয় করেছেন
ত্রিভুজ প্রেমের এই গল্পটিতে কেন্দ্রীয় চরিত্রে একজন কলেজছাত্রী হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী বিদ্যা সিনহা সাহা মীমকে। লাক্স চ্যানেল আই সুপারস্টার-খ্যাত এই অভিনেত্রী বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে।
আরও পড়ুন: থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
মীম-এর বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে থাকছেন ‘স্বপ্নজাল’ খ্যাত তারকা ইয়াশ রোহান এবং ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটা মডেল-কাম-অভিনেতা শরীফুল রাজ। নতুন হয়েও নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন ইয়াশ রোহান।
অন্যদিকে শরিফুল রাজ অভিনীত আইসক্রিম ও ন-ডরাই দুটি চলচ্চিত্রই দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমাতে ইয়াশ রোহান ও শরিফুল রাজ একসাথে কাজ করেছেন।
এছাড়াও পরাণ সিনেমায় অন্যান্য চরিত্রে কাজ করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, মিলি বাসার এবং রাশেদ মামুন অপু।
আরও পড়ুন: মানসপটে সালমান শাহ ও কিছু বাংলা সিনেমার কিংবদন্তি বনে যাওয়া
সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফির আশাবাদ
‘দহন’ ও ‘পোড়ামন’ চলচ্চিত্রগুলোর মাধ্যমে ঢালিউড মুভি ইন্ডাস্ট্রিতে পরিচালক রায়হান রাফি খুব কম সময়ের মধ্যেই একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্কুল জীবন থেকে বানিয়ে বানিয়ে গল্প বলার বাতিক ছিল তাঁর। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ তাঁর আদর্শ। স্বভাবতই লক্ষ্য-উদ্দেশ্য স্থির করেই প্রতিটি সিনেমার কাজ শেষ করেন তিনি। সেই সূত্রে, বড় পর্দার জন্য বানানো ‘পরাণ’ সিনেমা নিয়ে রায়হান রাফি বেশ আশাবাদী।
ওটিটির নতুন যুগে সবাই যখন সিনেমা নিয়ে অনলাইন মাধ্যমগুলোতে ছুটছে তখন তিনি তাঁর পরিকল্পনা ঠিক রেখেই সামনে এগুচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপে অনাকাঙ্ক্ষিতভাবে সিনেমা-হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলেও তিনি নিরুৎসাহিত হয়ে যাননি। দর্শকদের সিনেমা-হলমুখী করার জন্য ‘পরাণ’ সিনেমার পাশাপাশি তিনি ‘দামাল’ ও ‘ইত্তেফাক’ নামে আরও দুটি চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছেন।
পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
পরাণ সিনেমার নেপথ্যের গল্প
ঘটনার প্রেক্ষাপট ২০১৯ সালের ২৬ জুন। বরগুনা সরকারি কলেজের সামনে স্বামী রিফাতকে সন্ত্রাসীদের ধাঁরালো অস্ত্র দিয়ে হামলা থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলো স্ত্রী মিন্নি। এই ভয়াবহ ভিডিও ফুটেজটি সামাজিক ও গণমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
প্রায় দুই মাসব্যাপী পুলিশি তদন্ত শেষে মিন্নিকে প্রধান সাক্ষী ও সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়নবন্ডকে প্রধান আসামি করে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে বেরিয়ে আসে রিফাত হত্যার চাঞ্চল্যকর সব তথ্য।
পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
রিফাত ও নয়ন দুজনের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক ছিল মিন্নির। মিন্নির জন্মদিনের এক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা নিয়ে স্বামী রিফাতের আপত্তি থেকে রিফাত ও মিন্নির মাঝে মনোমালিন্য শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্নিকে শারীরিকভাবে আঘাত করে রিফাত। ফলে প্রতিশোধ নেয়ার জন্যই মিথ্যে নাটক সাজিয়ে মিন্নি নয়নবন্ডকে দিয়ে রিফাতকে হত্যা করায়।
মূলত এই কাহিনীকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি ও শাহজাহান সৌরভ।
শেষাংশ
বাস্তবতার নিরিখে রচিত চলচ্চিত্র পরাণ শুধু একটি ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর সিনেমা নয়। বরং সমসাময়িক সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের এক ভয়ানক দৃষ্টান্ত। সিনেমাটির মাধ্যমে দর্শকদের নিকট পরিচালক রায়হান রাফি’র সমাজ সংস্কারমূলক কন্টেন্টের ধারাবাহিকতায় একটি টান টান উত্তেজনাকর বিনোদন উপস্থাপিত হবে। ইতোমধ্যে ‘জানোয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে আমজনতার বিবেক নাড়িয়ে দিয়েছেন রায়হান রাফি। সেই আলোকে পরাণ সিনেমাটিও একটি সত্য ঘটনার সৃজনশীল প্রতিফলন হতে পারে।
পড়ুন: ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
৩ বছর আগে