ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন ঘোষণা করা হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় একাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবে কর্তৃপক্ষ।
মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান এবিসি এর ‘গুড মর্নিং আমেরিকা’-তে সরাসরি সম্প্রচার করা হবে এবং একাডেমি অ্যাওয়ার্ডের দুটি ওয়েবসাইট ও একাডেমির বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিম করা হবে।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলের আদ্যোপান্ত
রিজ আহমেদ (‘সাউন্ড অব মেটাল’) এবং অ্যালিসন উইলিয়ামস (‘এমথ্রিগান’) মনোনীতদের নাম ঘোষণা করবেন।
এবারের অস্কার মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই। যেমন- ‘টপ গান: ম্যাভেরিক’ এর বদৌলতে টম ক্রুজ কি সেরা অভিনেতার মনোনয়ন জিততে পারবেন; বছরের অন্যতম সর্বোচ্চ-আয়কারী ব্লকবাস্টার, ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর ভাগ্যে কি আছে কিংবা পরিচালক জেমস ক্যামেরন এবার সেরা পরিচালকের খেতাব জিতবেন কিনা ইত্যাদি।
গত বছরের অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১৫ দশমিক ৪ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন।
নিলসনের মতে, মহামারি-বিক্ষত ২০২১ এর তুলনায় ২০২২ সালে ৫৬ শতাংশ বেশি দর্শক অনুষ্ঠানটি দেখেছেন।
এবিসি আগামী ১২ মার্চ এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার জন্য জিমি কিমেলকে ফিরিয়ে আনছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’