এর মধ্যে বাছাইকৃত ১২টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এ উৎসবে।
গত ৩১ মে পর্যন্ত উৎসবের জন্য সর্বোচ্চ তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেন আয়োজক কর্তৃপক্ষ।
করোনা মহামারিতে গৃহবন্দি মানুষের চিন্তাগুলোকে চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াস নিয়ে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবে ‘গৃহ স্পৃহা’ নামক প্রথম আসরের আয়োজন করেছে সংগঠনটি।
চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও মোক্তাদির ইবনে ছালাম উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন জানান, মূলত করোনাভাইরাসের জন্য সারা দেশের মানুষ গৃহবন্দি। এ অবস্থায় স্বাধীনধারার নির্মাতারা তাদের চমৎকার ভাবনাগুলো চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি চলচ্চিত্রের এমন উন্মুক্ত চর্চা এ অবস্থায় বিনোদনের খোরাক যোগাবে গৃহবন্দি মানুষের মাঝে।
চলচ্চিত্রগুলোর উন্মুক্ত প্রদর্শনীও হবে অনলাইনেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেইজ (https://facebook.com/saufsofficial) ও ইউটিউব চ্যানেলে (https://youtube.com/saufsofficia)।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান বলেন, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেয়ার লক্ষ্য নিয়ে ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
তিনি আরও জানান, চলচ্চিত্র বিষয়ক নানা সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পাশাপাশি সংগঠনটি ইতিমধ্যে ‘সিলেট চলচ্চিত্র উৎসব’ শীর্ষক আন্তর্জাতিক উৎসবের তিনটি আসর আয়োজন করেছে। যেখানে দেশ-বিদেশের চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম ঘটে।