দুই বাংলার শ্রোতাদের জন্য হৈমন্তী শুক্লার সাথে দ্বৈত গান নিয়ে আসছেন প্লে-ব্যাক গায়ক বিল্লাল হোসেন জুয়েল।
‘হতাশা আর বেদনা ভুলে জীবনকে নতুন রূপে সাজাও, ধুলো আর পুরোনো বাঁশীটি মুছে নতুন কোন সুরে বাজাও’ হৈমন্তী শুক্লার সঙ্গে এই দ্বৈত গানটি লিখেছেন বিল্লাল হোসেন জুয়েল, সুর করেছেন কাজী জামাল।
করোনার কারণে রেকডিং সমস্যা হলেও গানটি রেকডিং যতটা সম্ভব শেষ করা হবে বলে জানিয়েছেন হৈমন্তী শুক্লা।
জুয়েল বলেন, এই গানটি বর্তমান প্রেক্ষাপটে সমাজের হতাশাগ্রস্ত মানুষের জন্য চেতনা ও প্রেরণা জাগ্রত করার একটি প্রয়াস।
তিনি বলেন, হৈমন্তী শুক্লার সঙ্গে আমার দ্বৈত গানটি আশা করি এপার ওপার দুই বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করবে।
বিল্লাল হোসেন জুয়েলের কণ্ঠে বাংলাদেশের উন্নয়নের ওপর ‘বেচে থাকার মানেই শুধু নিশ্বাস নেয়া নয়, পায়ের তলায় শক্ত মাটি চাই নিরাপদ আশ্রয়’ গানটি পছন্দ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমাম।
এছাড়াও তার ‘সাকিব আল হাসান, সাকিব আল হাসান’ ‘বাংলাদেশের জান তুমি বাংলাদেশের প্রাণ, বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান’ গানটিও বিশ্বে বেশ সাড়া জাগিয়েছিল।