শুক্রবার সকালে কুমিল্লা টাউন হলের সামনে স্থানীয় শিল্পী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় শিল্পী ও ভক্তরা আসিফ আকবরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার ও প্রিয় শিল্পী মুক্তির দাবি জানান।
এছাড়াও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় শিল্পীর মুক্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গীতিকার ও সঙ্গীতশিল্পী শফিক তুহিন মিউজিক পাইরেসি ও ফেসবুকে তাকে হুমকি দেয়ার অভিযোগে গত সোমবার তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন।
পরে মঙ্গলবার রাত ৩টার দিকে সিআইডির একটি দল তাকে রাজধানীর পান্থপথের মর্নিং পোস্ট টাওয়ারের একটি স্টুডিও থেকে গ্রেপ্তার করে।
পরের দিন বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে আসিফকে হাজির করে রিমান্ড চাওয়া হয়। এছাড়া আসিফ আকবর জামিন আবেদন করেন।
বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।