পরিচালক জানান, বদলা বা প্রতিশোধ নেওয়ার গল্পে বুদ্ধির লড়াই, আবেগ, কমেডি সবই থাকবে এক ছবিতে। জিৎ এখানে আদিত্য, স্মার্ট এবং ইন্টেলিজেন্ট এক চরিত্র।
পরিচালকের দাবি, গত দুই-তিন বছরে অভিনেতাকে এই রূপে দেখেননি তার ভক্তরা। জিৎ নিজেও বলছেন, ‘শেষ ক’টা ছবিতে আমার লুক এতটা গ্ল্যামারাস ছিল না। তবে শুধুই অ্যাকশন নয়, মগজের যুদ্ধও রয়েছে।’
ছবির সংক্ষিপ্ত কাহিনী হলো- পরিবারকে একটি ক্রাইসিস থেকে বাঁচাতে চ্যালেঞ্জের মুখোমুখি হন আদিত্য। সেখানেই তার টক্কর হয় আর এক ধুরন্ধর ভিলেনের সঙ্গে। সেই চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এই ছবির জন্য একেবারে অন্য রকমভাবে স্কেচ করা হয়েছে সব্যসাচীর চরিত্রটি, যা দর্শকের কাছেও হতে চলেছে বড়সড় চমক।
‘বাজি’ একটি তেলুগু ছবির অফিশিয়াল রিমেক। জিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অসুর’ ছিল মৌলিক গল্পের আধারে তৈরি।
রিমেক ছবিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে জিৎ বলেন, ‘রিমেক নিয়ে আমার কোনো দিনই কোনো সমস্যা ছিল না। রিমেক ছবির অন্যতম উদাহরণ তো ‘কবীর সিং’। ‘বাগী থ্রি’, ‘জার্সি’, অজয় দেবগণের নতুন ছবি... সবই তো রিমেক। সাউথে হোক বা বলিউড সব জায়গায় রিমেক হচ্ছে এবং চলছেও।’
পরিচালখ ‘বাজি’ ছবি মুক্তির সময় হিসেবে বেছে নিয়েছেন আগামী ঈদ। শুটিং চলছে এবং মার্চের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে অংশুমানের। কলকাতা ছাড়াও লন্ডনে হবে শুটিং। সূত্র: আনন্দবাজার পত্রিকা