একটি শুটিং ইউনিটে ঘটে যাওয়া নানা ঝামেলা নিয়ে গড়ে উঠেছে এবারের নাটক যমজ-১৩ এর মূল গল্প। যমজ নাটকের বৃদ্ধ কদু আজাদের যমজ দুই ছেলে যথাক্রমে এক্কা এবং নেক্কা দেখতে অভিনেতা মোশাররফ করিমের মতো দেখতে। এ কারণে পরিচালক রবি খন্দকার এক্কাকে গোপনে ঢাকায় নিয়ে আসেন। এক্কাকে মোশাররফ করিম সাজিয়ে নাটক নির্মাণ করতে চান। রবি খন্দকার তার বাসাতে একটি নাটকে অভিনয়ের জন্য প্রস্তুত করতে থাকেন এক্কাকে।
এদিকে এক্কার উচ্চরণসহ অভিনয় শেখানোর দ্বায়িত্ব পরে সহকারী পরিচালক সুজিত বিশ্বাসের ওপর। মোশাররফ রূপী এক্কা কোনোভাবেই নাটকের একটি সংলাপ ঠিকমতো বলতে পারেন না। সহকারী সুজিতকে নানাভাবে ঝামেলায় ফেলেন এক্কা। মোশাররফ করিমের কথা বলে বাকি শিল্পীদের নাটকে নেয়া হয়। শুরু হয় নাটকের শুটিং। এক্কা শুটিংয়ে একা কোনো সংলাপ ঠিকমতো বলতে পারেন না। দেখা দেয় নানা ঝামেলা।
এমনই নানা হাস্যকর সব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের যমজ-১৩। অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া, কচি খন্দকার এবং সহকারী পরিচালকের ভূমিকায় সুজিত বিশ্বাস।
নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটি ঈদের তৃতীয় দিন বুধবার আরটিভিতে রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে। যমজ নাটক ছাড়াও ঈদের বেশকিছু নাটকে অভিনয় করেছেন সুজিত বিশ্বাস। বাংলাভিশনে প্রচারিত হবে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার ‘মিরাজ তুই মরিসনে ক্যা’ ও মহসিন আকাশের ‘ঈদ নিয়ে লড়াই’। এছাড়া বেশ কিছু ইউটিউব চ্যানেলে দেখা যাবে সুজিত বিশ্বাসের অভিনীত নাটক।