মোশাররফ করিম
‘হুব্বা’ দুই বাংলার দর্শককে আকৃষ্ট করবে: মোশাররফ করিম
আগামী ১৯ জানুয়ারি কলকাতার সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। কলকাতার প্রযোজনার এই সিনেমা নির্মাণ করেছেন ব্রাত্য বসু।
হুব্বা শ্যামল পশ্চিমবঙ্গের ‘হুগলির দাউদ ইব্রাহিম’ হিসেবে পরিচিত। আর এই চরিত্রেই দেখা যাবে মোশাররফ করিমকে।
সিনেমাটি প্রসঙ্গে কলকাতার এক সংবাদমাধ্যমে নির্মাতা ব্রাত্য বসু জানান, সুপ্রতিম সরকারের একটি বই পড়ে তার এই চরিত্রটা ভালো লেগেছিল। তখনই তিনি বুঝতে পেরেছিলেন এখানে সিনেমা তৈরির অনেকগুলো উপাদান আছে।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
সিনেমাটিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।
‘হুব্বা’ প্রসঙ্গে গণমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘দর্শকের প্রত্যাশা আরও বাড়বে। পূর্ণতা না পাওয়ার কারণই নেই। কারণ চরিত্রটিই অসাধারণ। এই চরিত্রের অনেক স্তর, তারপর মানসিক দিকগুলোতে অভিনয়, পরিশেষে সেই চরিত্রটি হয়ে ওঠা এবং গল্পটি যেভাবে বলা হয়েছে এসব কারণেই মনে হচ্ছে দর্শক নিরাশ হবেন না। গল্পটা যেভাবে বলা হয়েছে সেটা পূর্ণতা পাবেই।’
মোশাররফ আরও বলেন, ‘হুব্বা দুই বাংলার দর্শককে আকৃষ্ট করবে। তারা সিনেমাটি দেখে মজা পাবেন। আর নিজের কাজ নিয়ে আমি সব সময়ই আত্মবিশ্বাসী। কারণ ওই কাজটির সঙ্গে আমার সততা, শ্রম ও প্রত্যাশা মিশে থাকে।’
উল্লেখ্য, সাফটা চুক্তির অধীনে পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘হুব্বা’। এটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন: সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া: বুবলি
১১ মাস আগে
‘ফাইনেস্ট সিরিজ ডিরেক্টর’ আশফাক নিপুণ
শিল্পকর্মে যখন সময়কে আঁকা হয় তখন তা নাকি বহু বছর টিকে যায়। নির্দিষ্ট এক সময়ের সাক্ষী হয়ে থাকে সেই কাজ। আশফাক নিপুণ নির্মিত ‘মহানগর’ সিরিজটিকে ঠিক তেমনই একটি কাজ বললে পাঠকরা হয়তো দ্বিমত করবেন না।
ওটিটির জোয়ারে যখন বাংলাদেশের নির্মাতারা সিরিজ তৈরি করতে শুরু করলেন সেই সময় থেকে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকার শীর্ষে রয়েছে ‘মহানগর’।
২০২১ সালের ৫ জুন ‘হইচই’-তে মুক্তি পায় ‘মহানগর ১’। ঠিক এই সিরিজ দিয়ে যে আশফাক নিপুণকে দর্শক চিনেছে ঠিক তা কিন্তু নয়। এই নির্মাতা তার নাটক ও টেলিফিল্ম দিয়ে এর আগেই তাকে চিনিয়েছেন। তাকে পরিচিত করে তুলেছে তার গল্প বলার এক ভিন্ন ঢং। তার বিভিন্ন সাক্ষাৎকার বা ফেসবুক প্রোফাইল থেকে কিছুটা হলেও বোঝা যায় নিজের দর্শন ও পারিপার্শ্বিক অবস্থা দেখার অভিজ্ঞতা তার প্রতিটি কাজে তুলে আনার চেষ্টা করেন।
এই চেষ্টা সাহসিক এক জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়েছে ‘মহানগর’ সিরিজ। ২০ এপ্রিল একই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সিরিজের দ্বিতীয় সিজন। আমাদের মহানগরে রাত-দিনের পার্থক্যটা অনেক না হলেও কিছু সংখ্যক সাধারণ মানুষের জানা আছে। আশফাক নিপুণ তার এক রূপ এঁকেছেন সিরিজের দুই সিজনে।
আরও পড়ুন: রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার শিকার সবচেয়ে বেশি হয় নারীরা: আশফাক নিপুণ
‘মহানগর’ সিরিজের মূল চরিত্রের সবচেয়ে জনপ্রিয় সংলাপ, ‘দুইটা কথা মনে রাখবেন, ক্রিমিনাল আর টাকা যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে’। আশফাক নিপুণ এক রেডিও অনুষ্ঠানে বলছিলেন মূল চরিত্রে তিনি মোশাররফ করিম ছাড়া কাউকে চিন্তা করতে পারেননি। যদি শিডিউল সমস্যা হতো, তাহলে তিনি অপেক্ষা করে হলেও মোশাররফ করিমকে চাইতেন।
সিরিজটি যারা দেখেছেন, তাদেরও হয়তো এমনটা মনে হওয়ার কথা। মোশাররফ করিম এদেশের ঝিনুকের মধ্যে মুক্তা। চরিত্রের মাঝে তিনি যেভাবে মিশে যান সেখান থেকে চোখ ফেরানো যায় না।
পুরো ‘মহানগর’ সিরিজের দুটি সিজনে ঢাকা মহানগরে রাতের ঘটনাগুলো উঠে এসেছে। ঢাকা মহানগরের কোতোয়ালি থানার ওসি হারুণ এই গল্পের নায়ক। যদিও তিনি নায়ক নাকি ভিলেন সেই দ্বিধায় পড়তে হয় কয়েকবার।
‘মহানগর ১’ শেষ হয় ওসি হারুণকে গ্রেপ্তার করার ঘটনায়। এরপরই তাকে নেওয়া হয় অজানা এক জায়গায়। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। যেখান থেকে শুরু ‘মহানগর ২’। এই পর্বে এমন আরও একজন অভিনেতা যোগ হয়েছেন যিনি অভিনয় দিয়ে দর্শক কাঁদাতে পারেন। বলছিলাম ফজলুর রহমান বাবুর কথা।
ওসি হারুণকে জিজ্ঞসাবাদের প্রধান হিসেবে থাকেন তিনি। এরপর সেই অজানা জায়গায় কাটে ওসি’র আরও একটি রাত। এই জিজ্ঞাসাবাদের মধ্যে উঠে আসে পেছনের এক গল্প। সেখানে রয়েছেন দর্শকদের জন্য আরও এক চমক। আর যাকে দেখে চোখ আটকে যাবে তিনি আফসানা মিমি। দ্বিতীয় সিজনে নতুন আরও একটি পরিচিত মুখ রয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন।
সিরিজের প্রতিটি চরিত্রের যে আশফাক নিপুণ যত্ন নিয়েছেন সেটি দেখলে বোঝা যায়। খুবই অল্প সময়ের জন্য পর্দায় থাকা চরিত্রগুলোকেও তিনি অবহেলা করেননি। এই বিষয়গুলো তার পেশদারিত্বের ইতিবাচক ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
এদেশে সিরিজের সিক্যুয়াল দিয়ে বাজিমাত করতে পেরেছে এমন কেউ ‘মহানগর ২’ এর আগে পর্যন্ত ছিল না। কিন্তু এই দ্বিতীয় সিজন যেন প্রথম সিজনকেও ছাড়িয়ে গেছে। গল্পের বুনন, সংলাপ, চরিত্রগুলোর এক্সপ্রেশন সবকিছুই এতটা যত্ন নিয়ে নিপুণ সাজিয়েছেন তাকে এদেশের ‘ফাইনেস্ট সিরিজ ডিরেক্টর’ বললে মনে হয় খুব একটা বেশি বলা হবে না।
একটি সিরিজের প্রথম সিজন যখন ব্যাপক জনপ্রিয় হয়, পরেরটার জন্য প্রেশার আর চ্যালেঞ্জ কয়েক গুণ বেড়ে যায়। সেই চাপ সামলে নিয়েছেন আশফাক নিপুণ। মাঝে এক বছর চলে গেলেও তিনি ধৈর্য্য ধরেছেন। তার ফলও পেয়েছেন। তাই ঈদের আনন্দটাও বেড়ে গেল কয়েক গুণ।
‘মহানগর ২’ এর বর্তমান গল্পের সঙ্গে দুই বছর আগের এক গল্প নিয়ে পুরো সিরিজ এগিয়ে যায়। একই ফ্রেমে দুই সময়ের গল্প ঠিকঠাক বলতে পারাটাও মুন্সিয়ানার বিষয়। নাহলে অনেক সময় চোখে দর্শক দ্বিধায় পড়ে যায়। সেই কাজটিও ঠিকঠাক করেছেন নিপুণ।
সিরিজের ডিআই কালার ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করে প্রশংসার দাবি রাখে। যা সিরিজটি আবহ স্ক্রিনে আরও জীবন্ত করে তুলেছে।
সিরিজের শেষটায় যা হয়েছে সেটিই সবচেয়ে তাক লেগে যাওয়ার অবস্থা তৈরি করেছে। সঙ্গে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের প্রবেশ তৃতীয় সিজনের এক ইঙ্গিত রেখে শেষ হয় ‘মহানগর ২’। যেহেতু আশফাক নিপুণ তার অন্য এক সিরিজ ‘সাবরিনা’র সিক্যুয়াল ও অন্য কাজ নিয়ে ব্যস্ততা রয়েছেন, তাই হয়তো ‘মহানগর ৩’ এর জন্য দর্শকের অপেক্ষাটা দীর্ঘ হবে।
তবুও আশফাক নিপুণ সময়ের গল্প বলে যাক।
আরও পড়ুন: প্রথমবার চরকি অরিজিনাল সিনেমায় মোশাররফ করিম
১ বছর আগে
প্রথমবার চরকি অরিজিনাল সিনেমায় মোশাররফ করিম
প্রথমবারের মতো চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় সিনেমা ‘দাগ’ এ দেখা মিলবে জনপ্রিয় এই অভিনেতার।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে/স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
আরও পড়ুন: ১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
মোশাররফ করিম ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।’
সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু।’
২ বছর আগে
‘ক্যারম’ নিয়ে ফারুকীর স্ট্যাটাস মিথ্যাচার, দাবি কচি খন্দকারের
অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন উপলক্ষে ফেসবুকে ‘ক্যারম’ নাটক নিয়ে এক স্মৃতিচারণ করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে তিনি আরও উল্লেখ করেন ‘ক্যারম’-এর স্ক্রিপ্টের জন্য অভিনেতা কচি খন্দকারকে ক্রেডিট দেয়ার কথা।
ফারুকী লেখেন, ‘শুটিংয়ের বাড়ির ক্যারম টুর্নামেন্ট। আমি আর আমরা সব ভাই-বেরাদর এক সাথে থাকতাম সেখানে- এটা সবাই জানেন। সেই আবাসিক ক্যাম্পে আমরা আবিষ্কার করি কচি খন্দকার মোটামুটি আমার ছোটবেলার বুড়ো ভার্সন। তখন আমরা প্রতি খেলায় হারার পর কচিকে অত্যাচার করার নানা সৃজনশীল উপায় আবিষ্কার করি। এবং কচি খেপেখুপে প্রায় প্রতিদিনই আমাদের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়। আমি ঠিক করলাম এই সব নিয়েই ক্যারম নামে একটা টেলিফিল্ম বানাবো এবং কচি খন্দকারের প্রতি অত্যাচারের প্রতিদান হিসাবে তাকে স্ক্রিপ্ট রাইটার ক্রেডিট দেই। যদিও স্ক্রিপ্ট লেখা সেশনের সাথে তার আদতে কোনো সংস্পর্শ ছিলো না।’
এমন স্ট্যাটাসে হতবাক হয়েছেন অভিনেতা কচি খন্দকার। পরবর্তী তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মধ্য দিয়ে ঘটনাটি মিথ্যাচার দাবি করে লেখেন, ‘মিথ্যা ক্রেডিট নিয়ে আমি মরতে চাই না। এই ক্যারাম লেখায় আমার নাকি কোনো ভূমিকা নাই। কিন্তু ঘটনা হাজার বছর আগের না, এই মাত্র সেদিনের কথা। ভাইব্রাদার জীবিত সবাই প্রায় জানে, তাদের সামনেই আমি আমার ক্যারামের স্ক্রিপ্ট পড়ি। এটাই সত্য ইতিহাস, এর মধ্যে কোনো মিথ্যাচার নাই।’
আরও পড়ুন: ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই: ফারুকী
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
২ বছর আগে
ঈদ উপলক্ষে মোশাররফ করিমের ‘অমানুষ’
ঈদে দর্শকদের অন্যতম আকর্ষণ মোশাররফ করিম। প্রায় এক দশকেও এই সমীকরণের খুব একটা পার্থক্য হয়নি। এখন তো ওটিটিতেও সমান তালে এগোচ্ছেন এই তারকা। এবার ঈদে এই অভিনেতার একাধিক নাটকের পাশাপাশি দেখা যাবে ওয়েবফিল্ম ‘অমানুষ’।
‘যে কোনদিন ভাতের কষ্ট পায় নাই, সে যেন আমার বিচার করতে না আসে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই সংলাপটি ঘিরে নির্মিত হয়েছে ‘অমানুষ।
শুক্রবার (৮ জুলাই) রাত ৮টায় আরটিভির ইউটিউব চ্যানেল ‘আরটিভি প্লাস’-এ ওয়েবফিল্মটি অবমুক্ত হয়েছে।
আরও পড়ুন: এবারের ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
২ বছর আগে
মানুষের ভেতরের কথা শুনতে পান মোশাররফ করিম
ঈদে যে কজন টিভি তারকা দর্শকদের আগ্রহের শীর্ষে থাকেন, মোশাররফ করিম তাদের মধ্যে অন্যতম। পর্দায় নিজেকে বহুরূপে উপস্থাপন করেছেন এই অভিনেতা। ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটকে দেখা যাবে তাকে। যার একটি ‘ভিতরের মানুষ’। এটি আরটিভিতে প্রচার হবে ঈদের চতুর্থ দিন (৬ মে) রাত ৮টায়।
‘ভিতরের মানুষ’ রচনা ও পরিচালনা সামির উদ্দিন। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন তাসানিয়া ফারিণ।নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি মানুষের দুটি চরিত্র বিদ্যমান, একটি অন্তর্গত অন্যটি বহির্গত আমরা সাধারণত মানুষের বাহ্যিক দিকটাই দেখি কিন্তু ভিতরে বিষয়টি দেখিনা। আমরা মুখে বলি একটা কিন্তু মনে মনে ভাবি অন্যটা। প্রতিটি মানুষের ভিতরে আরেকটি মানুষ লুকিয়ে থাকে যেটা আমরা দেখিনা বা শুনিনা। এমনই একটি বিষয় নাটকটির গল্পে উঠে এসেছে। ঈদের ছুটিতে আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'‘ভিতরের মানুষ’-এ জিসান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দেখা যাবে, তিনি গ্রামের সহজ সরল মানুষ ঢাকায় চাকরি করে। অফিসের কাজে কোন এক প্রোজেক্ট ভিজিট করতে গিয়ে নির্জন এলাকা বিলের ধারে খোলা হওয়ায় বসে একা একা গুন গুন করে গান গাইতে থাকে এমন সময় এক ব্যক্তি আসে। তার সঙ্গে কথা হয়।সেই অপরিচিত ব্যক্তির কথায় জিসান হতাবাক হয়, ব্যক্তিটি যাওয়ার সময় জিসানকে একটি হাতের আংটি দিয়ে যায়। যার শক্তিতে জিসান মানুষের ভেতরের কথা জানতে পারেন। এই আংটির রহস্যকে ঘিরেই ‘ভিতরের মানুষ’-এর কাহিনী এগিয়ে যায়।
আরও পড়ুন: প্লেব্যাকে প্রথমবার একসঙ্গে পার্থ, বাপ্পা ও পান্থ কানাই
২ বছর আগে
ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মাজনুন মিজান
সপ্তাহ পার হলেই ঈদুল ফিতর। আর শেষ সময়ে শোবিজ তারকাদের কাজের চাপ যেন কয়েক গুণ বেড়ে যায়। এমনই কর্মব্যস্ততায় সময় পার করছেন অভিনেতা মাজনুন মিজান।
এবার ঈদে মাজনুন মিজানের মূল আকর্ষণ থাকছে ওটিটি ঘিরে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ ঈদের দিন মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। যেখানে সাদা পোশাকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিজান। আর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
আশরাফুজ্জামান পরিচালিত ওয়েব সিরিজটি প্রসঙ্গে মাজনুন মিজান ইউএনবিকে বলেন, ‘এটি ব্যাঙ্গাত্মক ঘরানার একটি গল্প। একজন বিজ্ঞানী দেশের দুর্নীতিবাজদের জন্য ভাইরাস আবিস্কার করেন। কিন্তু পরবর্তীতি তিনি নিজেই খুনের দায়ে ফেঁসে যান। যার দায়িত্ব পরে আমার ওপর।’
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
মিজান আরও বলেন, ‘ওয়েব সিরিজটি বিনোদনের জন্য নির্মাণ করা হলেও এখানে সামাজিক অনেক বাস্তবতা দেখানো হয়েছে। গল্পের জায়গা থেকে অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অন্যদিকে একাধিক ঈদের বিশেষ নাটকেও অভিনয় করেছেন মাজনুন মিজান। এরমধ্যে ‘গোলাপজান রোড’ নাটকটির কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘একটি তরুণ টিমের সঙ্গে কাজ করলাম। যারা সিনেমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর শুরুতে তাদের এতো গোছানো প্রোডাকশন দেখে দারুণ লেগেছে।’
আরও পড়ুন: মনোজ ও ফারিয়ার ‘লাভ জার্নি’
এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে মিজানের একাধিক সিনেমা প্রচার করা হবে। সেগুলো হলো ‘ভূবন মাঝি’, ‘গন্ডি’ ও ‘মিশন এক্সট্রিম।
সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন ‘জ্যঁ ক্যয়ে’ সিনেমার শুটিং।
তিনি জানান, সিনেমাটি পোস্ট প্রোডকশনের কাজও প্রায় শেষ। শিগগিরই হয়তো মুক্তির ব্যাপরেও জানা যাবে। এছাড়াও মাজনুন মিজানের হাতে রয়েছে ‘গন্ডি ২’ সিনেমার কাজ।
আরও পড়ুন: ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা
২ বছর আগে
বছরের আলোচিত ৫ বাংলা ওয়েব সিরিজ
দেশের দর্শকদের কাছে ওয়েব সিরিজের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে ২০২০ সালের মহামারি করোনার মধ্যে। তবে সেই তালিকায় ছিল সব বিদেশি কনটেন্ট। তবে বিশ্বজুড়ে ওয়েব সিরিজ নির্মাণের যে প্রতিযোগিতা সেখানে পিঁছিয়ে থাকেনি বাংলাদেশ। ২০২১ সালে যা আরও ব্যাপক আকার ধারণ করে। দেশে চলতি বছর অনেকগুলো বাংলা ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে, পাশাপাশি এর জনপ্রিয়তার তালিকাটিও দীর্ঘ। এমন পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আজকের আলোচনা।
২ বছর আগে
অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা
জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লার আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
পড়ুন: এই ঈদে ‘বউ ডায়েরিজ, ‘রেহানা’সহ জনপ্রিয় সব টিভি শো বায়োস্কোপে
বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্তসাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, ‘গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেতা মোশাররফ করিমসহ বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পড়ুন: স্বর্ণ পাম জিতে নিলো জুলিয়ার ‘টিটান’
কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
৩ বছর আগে
এবার যমজ-১৩ নাটকে মোশাররফের সাথে সুজিত
নাটক পরিচালনার পাশাপশি বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সুজিত বিশ্বাস। দর্শকপ্রিয় যমজ নাটকে তিনটি বিশেষ চরিত্রসহ এবারই প্রথম চারটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আর তারই সহঅভিনেতা হিসেবে দেখা যাবে সুজিত বিশ্বাসকে।
৪ বছর আগে