ভারতের কলকাতায় ৮-১৫ জানুয়ারি এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
ইউরোপের মর্যাদাপূর্ণ গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পাওয়া ছয়টি ছবিরও একটি ‘নোনা জলের কাব্য’।
রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
জেলেপাড়ার জীবন নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমানসহ জনপ্রিয় অনেক অভিনেতা ও অভিনেত্রী।
ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত তার ফেসবুকে লিখেন, ‘আমার প্রথম ফিচার ছবিটি ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক পুরস্কার জিতেছে। আমাদের নির্বাচিত করার জন্য মাননীয় নির্বাচক বোর্ডের সদস্যদের বিশেষ ধন্যবাদ।’
ছবিটির আরও একটি সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নোনা জলের কাব্য এরপর মর্যাদাপূর্ণ গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবেও যাচ্ছে। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে শিগগিরই।’
পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘নোনা জলের কাব্য’ সম্মানজনক এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী একমাত্র চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের অনুদানের পাশাপাশি সম্মানজনক একাধিক আন্তর্জাতিক তহবিল জেতা ছবি ‘নোনা জলের কাব্য’ গত বছর প্রিমিয়ার হয় যুক্তরাজ্যে।