সিআইএফএফ’র প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, প্রায় ৭০টি দেশে চার শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিলো, যার মধ্য থেকে উৎসবের প্রথম সংস্করণের জন্য ১১টি প্রতিযোগিতা বিভাগের জন্য ৫৪টি দেশ থেকে ১৫০টি চলচ্চিত্র এবং বাংলাদেশের ২৭টি চলচ্চিত্র প্রতিযোগিতা করেছে।
প্রখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে
তিনি আরও জানান, উৎসবের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সেরা চলচ্চিত্র হয়েছে শ্রীলংকার সুমাতি শিবমোহন পরিচালিত ‘দ্য সিংগেল থাম্বলে’, সেরা এশিয়ান চলচ্চিত্র কাজাখস্তানের আজিজাহান জাইরভ ও মুখমাদ মামিরবেকভ পরিচালিত ‘গার্ল এন্ড সী’ এবং ‘অর্ন্তদ্বানী’ চলচ্চিত্রের জন্য সেরা এশিয়ান পরিচালক হয়েছেন ভারতীয় পদ্মশ্রী প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা অপূর্ব কিশোর বীর।
এছাড়া সেরা ইউরোপিয়ান চলচ্চিত্র কসোভোর নির্মাতা মার্ক নরফোক পরিচালিত ‘আই ফাদার’ এবং তুর্কী চলচ্চিত্র ‘বির ডনিজসিনিন ডুগুম গুনু’ এর জন্য সেরা ইউরোপিয়ান পরিচালক হয়েছেন নির্মাতা গুলতেকিন বায়ির।
সৃজিতের নতুন ওয়েব সিরিজে বাংলাদেশের বাঁধন
বলিউডের ‘মসো দ্য মাউজ’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইয়াশপাল শর্মা। হিন্দী ‘অন্তদ্ব্যানী’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্বপ্না পাতী।
সেরা মিউজ এ্যাওর্য়াড পেয়েছে ইতালির চলচ্চিত্র ‘দ্য ফাইনাল কোড’, সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছে তাইওয়ানের চলচ্চিত্র ‘বিও লুও মি’। সেরা চিত্রনাট্য এ্যাওয়ার্ড পেয়েছে উজবেকিস্থানের চলচ্চিত্র ‘কালারলেস ড্রেমস’।
হলিউডের পর্দায় মাদার তেরেসার জীবনকাহিনী, কলকাতায় শুটিং শুরু
বাংলাদেশি পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ফেরদৌস খান পরিচালিত ‘এ বায়োগ্রাফী অফ নজরুল’।
এছাড়াও সেরা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম হয়েছে মিয়ানমারের ইন পেইং হটুম পরিচালিত ‘ইনলেস ওয়াল্ক’। সেরা বাংলাদেশি মোবাইল ফিল্ম হয়েছে অভিনেতা আনন্দ খালেদ পরিচালিত ‘মাদার’।
সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিউবার নুবেলিয়া লেভা ফেরার, সরেঞ্জেল সোলানো ক্লেভার পরিচালিত ‘দ্য ফিবার’। সেরা বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে অপরাজিতা সংগীতা পরিচালিত ‘সেপারেশন’।
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু ২৪ ডিসেম্বর
সেরা আন্তর্জাতিক ডকুমেন্টারি পুরস্কার পেয়েছে নরওয়ের জর্জেন লরেন্টজে এবং নাফিস ওজকল লরেন্টজেন পরিচালিত ‘এ গিফট ফ্রম গড’। সেরা শিশু নিমার্তা হয়েছেন জর্জিয়ার স্যান্ড্রো কিনসুরেশ্বিলি ‘টেক ইট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য।
সম্মাননা হিসেবে পুরস্কার প্রাপ্তদের ট্রফি ও সনদ দেয়া হয়েছে।
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
এছাড়াও উৎসবের ১১টি বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে ১১৭টি বিশেষ সনদ প্রদান করা হয়েছে।
এ উৎসবের আয়োজক ছিল ঢাকা ফেস্টিভাল, মাসুদ মঞ্চ ও রুশদা ফিল্মস।