এবছর ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে নবান্ন উৎসব পালন করা হচ্ছে।
বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনটি উদযাপন উপলক্ষে উৎসব উদযাপন কমিটি- জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ফোক সংগীত, লালনগীতি, রবীন্দ্র সংগীত ও নাচের আয়োজন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার।
নবান্ন উৎসব উদযাপন করতে কবি, চিত্রশিল্পী, গায়ক, বাউলসহ বিভিন্ন পেশার মানুষ ঢাবি ক্যাম্পাসে জড়ো হন।
সকাল সাড়ে নয়টার দিকে চারুকলা থেকে ‘নবান্ন শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে। এর মধ্য দিয়ে উৎসবের প্রথম অংশ শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগঠক লায়লা হাসান ও সাংগঠনিক সংস্থার আহ্বায়ক শাহরিয়ার সালাম।
দুই দিনের নবান্ন উৎসবে ৬৮ টি সাংস্কৃতিক সংগঠনের মোট ১২০০ শিল্পী অংশ নিচ্ছেন।