মঙ্গলবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ সুপারস্টার তার ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেন।
হাবিব তার পোস্টে লিখেন, ‘প্রিয় ভক্তরা, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)।’
আরও পড়ুন: বান্ধবী সুনিধিকেই বিয়ে করলেন অর্ণব
বিয়ের এ সিদ্ধান্তকে আকস্মিক উল্লেখ করে ৪১ বছর বয়সী এ শিল্পী বলেন, ‘আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।’
হাবিবের নববধূ আফসানা একজন বাংলাদেশি মডেল।
২০০৩ সালে প্রথমবারের মতো লুবায়নার সাথে হাবিবের বিয়ে হয়, কিন্তু কয়েক মাস পর সেই সংসারে বিচ্ছেদ ঘটে।
এরপর ২০১১ সালে তিনি রেহান চৌধুরীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং তাদের সংসারে ছেলে আলিম ২০১২ সালে জন্মগ্রহণ করে। ২০১৭ সালে এ দম্পতির বিয়ে বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন: বিয়ে করলেন শমী কায়সার
বাংলাদেশের পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরও ভালো সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলছেন তিনি।
হাবিবের লোকসংগীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ (২০০৩), মায়া (২০০৪), ময়না গো (২০০৫) এবং পাঞ্জাবীওয়ালা (২০০৭) প্রচুর জনপ্রিয়তা অর্জন করে।
‘প্রজাপতি’ চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে হাবিব ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।