‘মাইলসের ৪০ বছর কনসার্ট উদযাপন’ শিরোনামে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)’র হল-৩ এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
মাইলসের পাশাপাশি মূলধারার আরও পাঁচটি ব্যান্ড- ফিডব্যাক, সোলস, ওয়ারফেজ, দলছুট এবং ভাইকিংস এই অনুষ্ঠানে পারফর্ম করবে।
বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারের এসএ মাহমুদ সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত জানানো হয়।
মাইলসের বর্তমান সদস্য-শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল এবং সৈয়দ জিয়াউর রহমান তুর্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এছাড়াও কনসার্টের আয়োজক উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম, জাগো ফাউন্ডেশন, বঙ্গবিডি এবং অন্যান্য বিজ্ঞাপন সংশ্লিষ্ট অংশীদাররা এসময় উপস্থিত ছিলেন।
মাইলসের ভোকাল প্রধান শাফিন আহমেদ বলেন, ‘কনসার্টে মাইলসের পক্ষ থেকে আমরা একসাথে ৩০টি গান পরিবেশন করব এবং আমাদের জনপ্রিয় বাংলা ট্র্যাকগুলির পাশাপাশি ভক্তদের জন্য ইংরেজি গানও সেখানে যুক্ত করব।’
অনলাইনে সহজডটকমের পাশাপাশি টেস্টি টিবেটস থেকেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। এতে বিশেষ জোনের টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা এবং ফ্যান জোনের টিকিটের মূল ১ হাজার টাকা রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।