মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো দীপিকাকে মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি অতিথিশালায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে, সংস্থাটির ব্যালার্ড এস্টেট কার্যালয়ে শ্রদ্ধা ও সারাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘সুশান্তের বান্ধবী ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া কথোপকথনের সূত্র ধরে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই চ্যাটে তারা মাদক ব্যবহার করেছেন বলে ইঙ্গিত রয়েছে।
শ্রদ্ধা ও সারা মাদক সেবনের বিষয়টি অস্বীকার করলেও তাদের দাবি, সুশান্তকে তারা বেশ কয়েকবার ভ্যানিটি ভ্যানে এবং শ্যুটিংয়ের ফাঁকে মাদক সেবন করতে দেখেছেন, বলেন তিনি।
এ তিন অভিনেত্রী ছাড়াও শনিবার টানা দ্বিতীয় দিনের মতো দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার অভিনেতা রাকুল প্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন।’
তারও এক দিন আগে বলিউডের সেলিব্রিটি ডিজাইনার সিমোন খাম্বট্টাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রিয়ার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো মাদক কেলেঙ্কারির বিষয়টির তদন্ত জোরদার করে। ওই চ্যাটে দেখা যায় যে কমপক্ষে ২০ বলিউড তারকা ভাং, গাঁজা ও সিদ্ধির মতো নিষিদ্ধ পদার্থ সংগ্রহের জন্য বিদেশের সাথে সংযোগ থাকা ডিলারদের সাথে যোগাযোগ রেখেছেন।
এদিকে, বলিউড তারকা করণ জোহর এক বিবৃতি আবার স্পষ্ট করে বলেছেন, ২০১৯ সালে তিনি যে পার্টির আয়োজন করেছিলেন তাতে কোনো মাদকদ্রব্য সেবন করা হয়নি। এতে বলিউডের বেশ বড় বড় তারকারা উপস্থিত ছিলেন।
৩৪ বছর বয়সী সুশান্ত সিংহের মৃত্যুর সাথে জড়িত অভিযোগে গত ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রিয়াকে গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়।