বুধবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলার লোক-সংস্কৃতি বাউল গান আত্মার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশুদ্ধ করে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় এখনো বাউল গান টিকে আছে, এটিই বিশেষত্ব। এই গানগুলোর আবেদন কখনোই শেষ হবে না।
মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমতুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ বছর ধরে কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের বাবা বাউল সাধক মধু বয়াতি স্মরণে জয়মন্টপ গ্রামে বাউল মেলা হয়ে আসছে। তিন দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন। বুধবার রাতে কাজল দেওয়ান ও ফকির সাহাবুদ্দিনসহ স্বনামধন্য বাউলেরা গান পরিবেশন করেন। উপস্থিত হাজারে স্রোতা মুগ্ধ হয়ে এসব গান উপভোগ করেন।