মমতাজ
মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ
মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও আলোচিত সংগীতশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় মমতাজের ফাঁসি চেয়ে স্লোগান দিতেও দেখা গেছে।
এর আগে, সকালে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমের ৭ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর।
এ ছাড়া, হরিরামপুর থানার মারামারির মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।’
আরও পড়ুন: মানিকগঞ্জের আদালতে মমতাজ, ফের রিমান্ড চেয়েছে পুলিশ
এ ছাড়া, তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মামলাটি করেছিলেন বলে জানান আবুল খায়ের।ওসি আরও বলেন, ‘আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় মানুষ মমতাজ বেগমকে কিছু ডিম নিক্ষেপ করেছেন। আমি সারাক্ষণ তার পাশেই ছিলাম, আমারও ডিম লেগেছে।’এর আগে, ঢাকায় বেশ কিছু থানায় হওয়া হত্যা মামলায় মমতাজ চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
১৯৬ দিন আগে
হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ চার দিনের রিমান্ডে
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার (১৩ মে) এই আদেশ দেন।
রাজধানীর মিরপুর মডেল থানায় হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন মমতাজকে আদালতে তোলে পুলিশ। এরপর ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। অপরদিকে, মমতাজ বেগমের আইনজীবী মো. রেজাউল করিম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে দুপক্ষের শুনানি শেষে তাকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
এর আগে, সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে ব্যর্থ হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পরে ডিএমপি সূত্রে জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মানিকগঞ্জ-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ছাত্র মো. সাগর। ওইদিন বিকাল ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেপ্তার
এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মমতাজ বেগম বাংলাদেশের একজন খ্যাতনামা লোকসংগীতশিল্পী। ২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব হন তিনি। ওই বছর দলটির মনোনয়নে সংরক্ষিত নারী আসন-২১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুই মেয়াদে তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে হেরে যান তিনি।
সংসদ সদস্য নির্বাচিত না হলেও দীর্ঘদিন ধরে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
২০৫ দিন আগে
সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেপ্তার
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন।
ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁ এলাকা থেকে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে গোয়োন্দা পুলিশ সদস্যরা (ডিবি) তাকে গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
মমতাজ বেগম বাংলাদেশের একজন খ্যাতনামা লোকসংগীতশিল্পী। ২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব হন তিনি। ওই বছর দলটির মনোনয়নে সংরক্ষিত নারী আসন-২১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুই মেয়াদে তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে হেরে যান তিনি।
সংসদ সদস্য নির্বাচিত না হলেও দীর্ঘদিন ধরে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
২০৬ দিন আগে
ভোট দিলেন মমতাজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর, হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন) প্রার্থী মমতাজ বেগম।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি ভোট দেন। এসময় তার নাতনি মধু সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: মমতাজ চক্ষু হাসপাতালে পিপিই দিলেন গাজীপুরের মেয়র
ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এই আসনটিতে মমতাজ ছাড়াও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারজন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন ভোটার।
আরও পড়ুন: গানে গানে মানবপাচার প্রতিরোধের ডাক দিলেন মমতাজ
২৭ মে কক্সবাজারে মানবপাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ
৬৯৭ দিন আগে
২৭ মে কক্সবাজারে মানবপাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ
সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ-এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস: মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয়েছে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’।
ইতোমধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এই আয়োজন সফলভাবে শেষ হয়েছে।
আগামী ২৭ মে (শনিবার) কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই আয়োজনের সমাপনী কনসার্ট।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে 'গভীর সম্পর্ক' এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র: দূতাবাস
উইনরক ইন্টারন্যাশনালের এই মানবপাচার বিরোধী প্রচারণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজারের লাবনী পয়েন্ট অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং ব্যান্ড ‘মাদল’।
এছাড়াও অনুষ্ঠানে মানবপাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানবপাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্ত কনসার্টটি বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় গত ৪ মে খুলনায় এই আয়োজনের উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’।
এরই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। ১০ মে যশোরে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে ‘জলের গান’ ও সন্দীপন। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
প্রতিটি কনসার্টে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে যশোরের কনসার্টটি জনারণ্যে পরিণত হয়। প্রতিটি কনসার্টে সাধারণ শ্রোতাদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ‘আশ্বাস’ প্রকল্পের সারভাইভারগণ উপস্থিত ছিলেন।
মানবপাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার এমন অভিনব উদ্যোগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শিল্পীদের সঙ্গে মানবপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ করেন তারা।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ড—এর সহায়তায় মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ‘আশ্বাস’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে দেশের মানবপাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানবপাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
আরও পড়ুন: বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস ও ঢাকা-তাসকেন্ত রুটে ফ্লাইট চালুর আশাবাদ
৯২৭ দিন আগে
মমতাজের কণ্ঠে মাতৃত্বের গল্প, ইউটিউবে প্রকাশিত ‘মা’ চলচ্চিত্রের গান
চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। আবার একই সময়ে বাস্তবেও তিনি মাতৃত্বের অনুভবের সাক্ষী হয়েছেন। ফলে ছবিটি তার মনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। সেই চলচ্চিত্রের নাম ‘মা’।
যেটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে। গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
মুক্তির বার্তা দিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার শুরু করেছেন প্রচারণার কাজ। ইতোপূর্বে প্রকাশ করেছেন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন এবং ট্রেলার।
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
এবার প্রকাশ্যে এলো ছবিটির বিশেষ গান ‘সোনার কাঠি রূপার কাঠি জাদুর কাঠি রে’।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির, কম্পোজিশনে মুনতাসির।
উল্লেখ্য, ‘মা’ চলচ্চিত্রের গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে।
গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং।
আরও পড়ুন: এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
৯৬৪ দিন আগে
‘কোক স্টুডিও’র বাংলা’র যাত্রা শুরু
বিশ্বব্যাপী সমাদৃত সঙ্গীতায়োজন ‘কোক স্টুডিও’র বাংলা সংস্করণ ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হলো।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিতিতে এই প্ল্যাটফর্মের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশ করা হয়। এই পরিবেশনায় অংশ নিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।
আরও পড়ুন: লতা মঙ্গেশকর: ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে ঢালিউডেও শোকের ছায়া
কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এবং স্পটিফাই-এর মাধ্যমে সঙ্গীতপ্রেমিরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো উপভোগ করতে পারবেন।
জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ১। এই সিজনের শিল্পীদের তালিকায় আছেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজান সহ এক ঝাঁক তারকা। আরও আছেন সঙ্গীত জগতের প্রতিশ্রুতিশীল কিছু মুখ। দর্শকদের চমৎকার সব গান উপহার দেয়ার জন্য সঙ্গীত প্রযোজক হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোক স্টুডিও বাংলা-র প্রথম সিজনের প্রথম পর্ব প্রচারিত হবে। প্রথম সিজনে মোট ১০টি গান থাকবে। এর পাশাপাশি বিভিন্ন উৎসব উদযাপন উপলক্ষে প্রকাশ করা হবে আরও কয়েকটি গান।
আরও পড়ুন: ইলিশ খেতে মধ্যরাতে মাওয়ায় গেলেন পরীমণি
কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘কোক স্টুডিও সাংস্কৃতিক ফিউশনের প্রতীক। এই প্ল্যাটফর্মে সঙ্গীত প্রযোজক হিসেবে যোগ দিতে পারাটা আমার জন্য খুব গর্বের বিষয়। দর্শকরা ‘কোক স্টুডিও বাংলা’-র অনন্য সৃষ্টিগুলো উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।’
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘বাংলাদেশের মানুষদের জন্য জাদুকরি ও চমৎকার মুহূর্ত সৃষ্টি করে আমরা সবার জীবনকে উপভোগ্য করে তুলতে চাই। বাংলাদেশে আমাদের কার্যক্রমের ৬০তম বছর উদযাপন করছি আমরা। এ উপলক্ষে অসাধারণ সংস্কৃতিতে সমৃদ্ধ এই জাতির জন্য প্রথমবারের মতো ‘কোক স্টুডিও বাংলা’ উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের পণ্যের মতো এই প্ল্যাটফর্মের সৃষ্টিগুলোও দর্শকদের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে।’
১৩৯৬ দিন আগে
মমতাজের তাজে যুক্ত হল ‘ডক্টরেট ডিগ্রি’
বাংলাদেশের এক পরিচিত নাম মমতাজ বেগম। লোকগানের এই শিল্পীর গান শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কিন্তু বৃহৎ পরিসরে তার পরিচয় হল তিনি শিল্পী, সমাজসেবী এবং সাংসদ। নানাবিধ সম্মানের পর, এবার তার মুকুটে যুক্ত হল সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।
মমতাজ দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে করেছেন সমৃদ্ধ। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি মমতাজ বেগমকে প্রদান করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। গত শনিবার তার হাতে ‘ডক্টর অব মিউজিক’পদক তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে মমতাজ তার ডিগ্রি লাভের খবরটি ভক্তদের জানান।
আরও পড়ুন: মমতাজ চক্ষু হাসপাতালে পিপিই দিলেন গাজীপুরের মেয়র
ফেসবুক পোস্টে থেকে জানা যায়, একক ৮০০ গানের অ্যালবামের রেকর্ড, গত তিন দশকে বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করার চেষ্টা, মানুষেরর মাঝে লোক গানের জনপ্রিয়তা তৈরি এবং বিশ্ব দরবারে বাংলা গানকে তুলে ধরার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মান জানায় তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।
মমতাজ বর্তমানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবেও দেশের সেবায় নিয়োজিত আছেন। সরকারি দল আওয়ামী লীগের হয়ে পর পর তিনবার সাংসদ নির্বাচিত হন এই শিল্পী।
মমতাজ দর্শক শ্রোতাদের নজরে আসেন ২০০১ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’মাধ্যমে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা গান ও সোহেল আজিজের সুরে ‘রিটার্ন টিকেট’ গানের মাধ্যমেই ভক্তদের মন জয় করেন।
সমাজ সেবার অংশ হিসেবে এই শিল্পী নিজ এলাকা সিঙ্গাইর উপজেলায় তৈরি করেছেন চক্ষু হাসপাতাল। বাংলাদেশ বধির ক্রিড়া ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এছাড়াও মমতাজ বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৬৯৬ দিন আগে
মানিকগঞ্জে ‘মধুর মেলা’ শুরু
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ এলাকায় তিন দিনব্যাপী মধুর মেলা শুরু হয়েছে।
২১৬৪ দিন আগে