রূপালী পর্দার প্রিয় মুখ থেকে শুরু করে মানবসেবার তরে সামাজিক মূল্যবোধের স্তম্ভগুলোকে মজবুত করতে নারী নেতৃত্ব তৈরির এক অভিজাত মঞ্চ মিস ইউনিভার্স। বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের উল্লাসিত দৃষ্টিপটে আনন্দের এক মহোৎসবে পরিণত হয় এই প্রিয়দর্শিনীদের মিলনমেলা। ২০২১ এর এই মৌসুমটি ভারতীয় উপমহাদেশের জন্য একটু আলাদা। কারণ এবার মিস ইউনিভার্স ২০২১ খেতাব জিতেছেন একজন ভারতীয় কন্যা;হারনাজ সান্ধু। চলুন, তার ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
মিস ইউনিভার্স ২০২১ এর আদ্যোপান্ত
২০২১ এর ১২ ডিসেম্বর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭০-তম আসরটি অনুষ্ঠিত হলো। ভেন্যু ছিলো ইসরায়েলের ইলা’র ইউনিভার্স ডোম। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বিখ্যাত আমেরিকান টিভি ও রেডিও পরিবেশক স্টিভ হার্ভে। এ নিয়ে তিনি মোট ছয়বার মিস ইউনিভার্স উপস্থাপনা করলেন।পুরো ইভেন্টটি সম্প্রচারিত হয়েছিলো হলিউডের স্বনামধন্য সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স-এর ব্যানারে।
প্রতিযোগিতার জন্য মোট ৮০টি দেশের প্রতিযোগীরা নির্বাচিত হয়েছিল। এদের মধ্যে ৫৩ জন ছিলেন তাদের স্ব স্ব দেশে জাতীয় পর্যায়ের বিজয়ী। আর বাকি ২৭ জন ছিলেন তাদের নিজ নিজ দেশের জাতীয় পর্যায়ের রানার আপ বা কাস্টিং প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত।
আরও পড়ুন: মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ সান্ধু
এই ৮০ জন থেকে শীর্ষ ১৬ বাছাই করা হয়। এখান থেকে ১০ জন পরের রাউন্ডের মঞ্চ লাভ করে। অতঃপর এই ১০ থেকে ৫ জনকে রেখে এগিয়ে যায় সুন্দরী প্রতিযোগিতা। অবশেষে সেই বাকি ৫ জন-ই ১ম স্থানের জন্য পরস্পরের সাথে যুদ্ধে নামে। ফলস্বরূপ পাওয়া যায়, ১ম ও ২য় রানার আপ এবং বিজয়ীকে।