শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, নির্বাচনের রাজনীতিতে না গিয়ে তিনি জনগণের সেবা করতে চান।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমি রাজনীতিতে আসতে পারছি না। এ সিদ্ধান্ত নেয়া যে কত বেদনার তা কেবল আমিই জানি।’
আরও পড়ুন: হৈচৈই করে বিমানেই কেক কেটে রজনীকান্তের জন্মদিন উদযাপন
রজনীকান্ত তার নিজ রাজ্য তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি রাজনৈতিক দল ঘোষণার মাত্র চার দিন আগে এ সিদ্ধান্ত নিয়েছেন।
উচ্চ রক্তচাপের সমস্যার জন্য কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা।
তিনি বলেন, ‘আমার এ সিদ্ধান্তটি অনুরাগীদের হতাশ করবে, তবে দয়া করে আমায় ক্ষমা করুন। আমার হাসপাতালে ভর্তি ইশ্বরের দেয়া সতর্কবাণী। মহামারির মধ্যে আমার প্রচারণা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে।’
এর আগে চলতি মাসের শুরুতে রজনীকান্ত ঘোষণা করেন যে তিনি আগামী বছরের জানুয়ারিতে একটি রাজনৈতিক দল নিয়ে আসবেন।
আরও পড়ুন: ডিসকভারি চ্যানেলে আসছে রজনীকান্তের বিশেষ এপিসোড
৭ হাজার হলে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘দরবার’ সিনেমার
তিনি টুইটে বলেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়ে একটি বড় বিজয় অর্জন করব। ধর্মের ঊর্ধ্বে গিয়ে তামিলনাড়ুতে রাজনীতি উন্নীত হবে যা সততা, স্বচ্ছতা নিয়ে আসবে।’
২০১৭ সালে রজনীকান্ত সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘আমি তামিল জনগণের পক্ষে এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। আমি যদি জিতি তবে তা জনগণের বিজয় হবে, যদি আমি হেরে যাই তবে তাদের পরাজয় হবে।’
আগামী বছরের এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে।
আরও পড়ুন: বলিউডে মাদক কেলেঙ্কারি: মিডিয়া ট্রায়ালের অভিযোগে কাঠগড়ায় ২ চ্যানেল
শিবাজী রাও গায়কোয়াড় নামে জন্মগ্রহণকারী রজনীকান্ত ১৯৭৫ সালে সিনেমা জগতে অভিষেক করেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা হিসেবে পরিচিত।
রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য বিশেষ করে তামিল সিনেমার জন্যে অসংখ্য পুরস্কার অর্জন করেন। ভারত সরকার তাকে দুটি বেসামরিক পুরস্কার- ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০১৬ সালে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করেছে।