তামিলনাড়ু
রাজীব গান্ধী হত্যা: ৩১ বছর পর মুক্ত দোষীসাব্যস্ত পেরারিভালান
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে বুধবার মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
পেরারিভালানের মুক্তি চেয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। পেরারিভালান ইতোমধ্যে ৩১ বছর সাজাভোগ করেছেন।
ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন।
৫০ বছর বয়সী পেরারিভালান ১৯৯১ সালের ১১ জুন গ্রেপ্তার হন। পরবর্তীকালে গান্ধীকে হত্যার ষড়যন্ত্রকারী এলটিটিই লোক শিভারসনকে সহায়তা করার জন্য তাকে আরও কয়েকজনের সাথে যাবজ্জীবন সাজা দেয়া হয়।
পড়ুন: আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পিকে হালদারকে বাংলাদেশে আনতে হবে: ভারতীয় হাইকমিশনার
ভারতে তীব্র তাপদাহ, দিল্লিতে রেকর্ড ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
২ বছর আগে
তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি মন্দিরের রথে চড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ১৫ জন।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রাজ্যের থাঞ্জাভুর জেলার কালিমেদুতে এ দুর্ঘটনা ঘটে।
তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’
আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ চীনা নাগরিক নিহত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত’।
শোকাহত পরিবারগুলোর জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন: গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারও খুলছে ইসরাইল
২ বছর আগে
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কসহ ১৩ জন নিহত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির তিন বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ১১ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান তিন বাহিনীর সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে একটি লেকচার দিতে যাওয়ার সময় কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় তাকে বহন করা হেলকপ্টরটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
এ দুর্ঘটনায় বিপিন রাওয়াতের সফরসঙ্গী বিমান বাহিনীর এক জ্যৈষ্ঠ কর্মকর্তা মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। আহত কর্মকর্তা বরুণ সিংহ ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতীয় বিমান বাহিনী সন্ধ্যায় এক টুইট বার্তায় জানায়, ‘জেনারেল বিপিন রাওয়াত, শ্রীমতি মধুলিকা রাওয়াত (স্ত্রী) ও হেলিপ্টারে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় মারা গেছেন।’ ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এর আগে দুর্ঘটনার পরপরই টুইট বার্তায় দেশটির বিমান বাহিনী জানায়, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সহকর্মী এবং দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জেনারেল রাওয়াত ৪০ বছরেরও বেশি সময় ধরে ভারতের সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। একজন জুনিয়র কমিশনার কর্মকর্তার পদ থেকে ভারতীয় সেনাপ্রধান এবং পরবর্তীতে সেনা,নৌ ও বিমান এই তিন বাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পান।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
৩ বছর আগে
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতসহ সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে সর্বাধিনায়কের স্ত্রী ও পাঁচজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
দেশটির কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া জেনারেল রাওয়াতের হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমকে সেনা সূত্র জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়
৩ বছর আগে
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৪
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে শুক্রবার আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১৪ ব্যক্তি নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
৩ বছর আগে
রাজনীতিতে না আসার ঘোষণা রজনীকান্তের
নাটকীয়ভাবে লাখ লাখ ভক্তকে হতাশ করে সক্রিয় রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত।
৩ বছর আগে