ভাবুক বাঙালির নায়ক হিসাবে খ্যাত ভারতীয় এ অভিনেতার গত মাসে কোভিড শনাক্ত হয়। দীর্ঘদিন কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শুধু ভারতীয় চলচ্চিত্রের ব্যক্তিত্বরাই নয়, বাংলাদেশের অভিনেতারাও কিংবদন্তীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খান তার অফিসিয়াল ফেইজবুক পেইজে লিখেছেন, ‘যেখানে থাকেন, যেভাবেই থাকেন, আপনি আমাদের হৃদয়েই থাকবেন। বিদায় হে বরেণ্য!’
আরেক বাংলাদেশি সুপারস্টার আরেফিন শুভও শোক প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ভালো থাকবেন পুরনো বন্ধুদের সাথে, বেলা শেষে দেখা হবে।’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক আবেগময় পোস্ট দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, পর্দায় তিনি যখন অভিনয়ের গরিমা ঝেড়ে ফেলে চরিত্রের আচরণ ফুটিয়ে তুলেছিলেন, ভারতবর্ষের শিল্পভুবনে সেটা শুধু বিস্ময়কর একটা ঘটনাই ছিল না, ছিল এক নতুন যুগের শুরু।
বিশ্ব চলচ্চিত্রের অভিনয়ের প্রথম সারিতেই তার স্থান। কিন্তু অমন যে ইতিহাসের স্রষ্টা, অমন যে শিখরে ওঠা শিল্পী, মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর। যে মহাসাগর অতলান্ত, কিন্তু শান্ত, যোগ করেন তিনি।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ভারতীয় অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘অবনত শ্রদ্ধা। হে কিংবদন্তী অভিনেতা...সৌমিত্র চট্টোপাধ্যায়।’
আরেক জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুক পেইজে এক ছবি পোস্ট করে এর ক্যাপশনে লিখেছেন, ‘এক যুগের সমাপ্তি। তার আত্মার শাশ্বত শান্তি হোক।’
তার এক অভিনব সংলাপের উদ্ধৃতি দিয়ে, অভিনেত্রী এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঔশী এক টুইট করেছেন। তাতে লিখেছেন, ‘সবাই নেমে গেলো পরের স্টেশনে, আমি চললেম একা #অপূরনীয় ক্ষতি।’
চলচ্চিত্র পরিচালক ফখরুল আরেফেন খান নিয়ে লিখেছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা সম্পর্কে আমি একটি তথ্য জানাতে চাই, যারা তার সম্পর্কে বেশি কিছু জানেন না, তিনি আমাদের দেশের ছেলে। তার গ্রামের নাম ছিল কেয়া, হরিরামপুর থানা, কুষ্টিয়া। তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের (পিতৃ) নাতি। ১৩ বছর বয়সে তিনি কুষ্টিয়াকে পশ্চিমবঙ্গে চলে যান। আর এখন বিশ্বজুড়ে তিনি আমাদের স্মৃতিতে নায়ক হয়ে রয়েছেন।
শান্তিনিকেতনের খ্যাতিমান বাঙালি গায়িকা-গীতিকার এবং বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় সমসাময়িক রবীন্দ্র সংগীত শিল্পী সাহানা বাজপেয়ী, সৌমিত্র চট্রোটাধ্যায়ের সাথে একটি ছবি শেয়ার করে লিখেন, জানি তুমি অনন্য। তোমার মত কেউ নেই। আমার ফেলুদা, আমার অপু, আমার উদয় পণ্ডিত এবং আমার মতাদর্শগতভাবে দুরন্ত এবং দুষ্টু সন্দীপকে শান্তিতে বিশ্রাম দিন। আপনাকে ছাড়া বড় হওয়া হবে না কখনও।